যার যত দাবি আছে, সব নিয়ে শাহবাগে আসুন : সমন্বয়ক কাদের
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫, ০৬:২০ PM , আপডেট: ৩১ জানুয়ারি ২০২৫, ০৬:২৩ PM

অন্তবর্তী সরকারের চলমান মেয়াদে গত ৬ মাসে বিভিন্ন দাবিতে রাজধানীতে ১৬০ টির অধিক আন্দোলনের ঘটনা ঘটেছে। এসব আন্দোলন ও জমায়েত সরকারের স্বাভাবিক কার্যক্রমকে অনেকাংশে বাধাগ্রস্ত করছে বলে বিভিন্ন সময় সরকারের তরফ থেকে জানানো হয়েছে। এ ধরনের আন্দোলন নিয়ে এবার ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বৈষম্যবিরোধী আন্দোলনের আলোচিত সমন্বয়ক আব্দুল কাদের। আজ শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরে নিজের ফেসবুক আইডিতে এ নিয়ে একটি পোস্ট দিয়েছেন তিনি।
আব্দুল কাদের তার পোস্টে বলেন, ‘প্রিয় দেশবাসী, যার যত দাবি আছে, সব নিয়ে নেমে পড়েন। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাস্তা অবরোধ করে রাখেন, আমরণ অনশনে বসে যান।
তিনি বলেন, একটা কথা মাথায় রাখবেন, এটাই কিন্তু মোক্ষম সময়- অন্তর্বর্তীকালীন সরকার থাকতে থাকতেই নিজেদের সব দাবি আদায় করে নেন। সময় কিন্তু বেশি নাই, বলা যায় না কখন কি হয়। সো, চালু চালু করে যার যা দাবি আছে, সব নিয়ে শাহবাগে চলে আসেন।
তিনি আরও বলেন, দেশ অচল হয়ে যাক, সরকার রান না করুক; আপনি ব্যক্তিগত স্বার্থটা আগে এনশিওর করে নেন।