ফেব্রুয়ারিতে আসছে বৈষম্যবিরোধীদের নতুন দল, ৩০০ আসনে প্রার্থী: রিফাত রশিদ

সমন্বয়ক রিফাত রশিদ
সমন্বয়ক রিফাত রশিদ  © সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রিফাত রশিদ বলেছেন, ফেব্রুয়ারিতে ছাত্রদের নতুন রাজনৈতিক দল আসবে। জুলাই পরবর্তী আকাঙ্ক্ষা পূরণে আগামীতে ছাত্রদের রাজনৈতিক দল দেশের ৩০০ আসনে প্রার্থী দিবে। তারা বিজয়ী হয়ে জনগণের আকাঙ্ক্ষা পূরণ করবে।

আজ রবিবার (২৬ জানুয়ারি) বিকেলে সাভারের তেতুঁলঝোড়া ইউনিয়নের মোহাম্মদ আলী-ইয়াকুব আলী স্কুল মাঠে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

রিফাত রশিদ বলেন, কোনো রাজনৈতিক দল যদি আওয়ামী লীগের মতো জনগণকে দমন-পীড়ন করতে চায়। জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে না পারে তাহলে জনগণ তাদেরও প্রত্যাখ্যান করবে।

মতবিনিময় সভায় সাভারের আমিনবাজার, ভাকুর্তা, কাউন্দিয়া ও তেতুলঝোড়া ইউনিয়ন থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নেতৃত্ব দেয়া ও অংশ নেওয়া শিক্ষার্থীরা ৫ আগস্ট পরবর্তী সময় নানা সমস্যার কথা তুলে ধরেন।

এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা বিভাগীয় প্রতিনিধি শেফালী সুলতানা, কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল্লাহ সালেহীন অয়ন, সহ-সমন্বয়ক ইসমাইল হোসেন রুদ্র প্রমুখ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence