সারজিসের পর এবার সেই পেজের বিরুদ্ধে ঢাবি ছাত্রদল নেত্রীর জিডি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৫, ১০:১২ AM , আপডেট: ২৪ জানুয়ারি ২০২৫, ১০:৩১ AM

এবার সাইবার বুলিংয়ের অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ৩টি ফেসবুক পেজের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রী বিষয়ক সম্পাদক চেমন ফারিয়া ইসলাম মেঘলা।
রবিবার (১৯ জানুয়ারি) রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেগম রোকেয়া হলের এই শিক্ষার্থী অভিযোগ করেন, বিগত ৫ আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার পতনের পর থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিরুদ্ধে অনলাইনে ও অফলাইনে অপপ্রচার চালানো হচ্ছে।
চেমন ফারিয়া অভিযোগে উল্লেখ করেছেন, কয়েকটি ফেসবুক গ্রুপ ও পেজ— 'ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ-২', 'Criminals-DU', 'DU Insiders', 'Titumir College Insider'— এর মাধ্যমে তার নামে অপপ্রচার চালানো হচ্ছে। এসব পেজ ও গ্রুপে তাকে নিয়ে ভিত্তিহীন ও মনগড়া তথ্য ছড়ানো হচ্ছে, যার উদ্দেশ্য ছাত্রদলের ভাবমূর্তি ক্ষুণ্ন করা।
গত ১৭ জানুয়ারি 'Criminals-DU' নামক ফেসবুক পেজে চেমন ফারিয়ার একটি ছবি পোস্ট করে তাকে সাবেক ছাত্রলীগ কর্মী হিসেবে চিহ্নিত করা হয়। তিনি দাবি করেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটি এবং বিতর্ক সংগঠনে তার সম্পৃক্ততার কারণে বিভিন্ন সময়ে ছাত্রলীগ নেতাদের সঙ্গে তার ছবি থাকলেও, তিনি কখনও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। বরং পারিবারিকভাবে তিনি সবসময় জাতীয়তাবাদী মতাদর্শ ধারণ করেছেন এবং রাজনৈতিকভাবে ছাত্রদলের সঙ্গেই জড়িত।
তবে পোস্টের কমেন্টে বিষয়টি ব্যাখ্যা করতে গেলে তিনি ও তার নারী সহকর্মীরা কুরুচিপূর্ণ মন্তব্যের সম্মুখীন হন। কয়েকটি ফেসবুক আইডি থেকে তাকে উদ্দেশ্য করে অশালীন ও আপত্তিকর মন্তব্য করা হয়, যার মধ্যে উল্লেখযোগ্য—
Salman Irshad (https www.facebook.com/profile.php?id=61567693514699),
শাহনেওয়াজ খান (https//www.facebook.com/profile.php?id=61571419547632).
ইবনে মুনীর (https://www.facebook.com/Ibnmnir),
প্রখর রুদ্র (https: www.facebook.com/profile.php?id=61566809752064)
Nafisa Nawal (https www.facebook.com/profile.php?id=61561621330600&mibextid=ZbWKwL)
চেমন ফারিয়া বলেন, আমি ও আমার সহকর্মীরা মানসিকভাবে চরমভাবে আঘাতপ্রাপ্ত। অনলাইনে এই অপপ্রচার আমাদের সামাজিক ও ব্যক্তিগত জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে। তিনি নিরাপত্তার স্বার্থে বিষয়টি থানায় সাধারণ ডায়েরি করার প্রয়োজনীয়তা অনুভব করেছেন বলেও জানান।
এই বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান ব্যাখ্যা করে চেমন ফারিয়া তার ফেসবুক পেজে লিখেছেন, সাইবার বুলিং একটি নতুন অপরাধ।
তিনি বলেন, আমি সারাজীবন জেন্ডার ইকুইটির পক্ষে ছিলাম। আমি সবসময় বিশ্বাস করি, কারও অধিকার নিয়ে অহেতুক হট্টগোল করাটা সমাধান নয়। কিন্তু যখন নারী হিসেবে আমাকে রাজনীতির মাঠে অবজেক্টিফাই করা হয়, তখন আমি চুপ করে বসে থাকতে পারি না।
তিনি আরও বলেন, সমালোচনা করার অধিকার সবার আছে, কিন্তু নারীদের নিয়ে অবমাননাকর মন্তব্য গ্রহণযোগ্য নয়। পবিত্র ধর্ম গ্রন্থের কোড করে বোঝান, কার্টুন আঁকেন, কবিতা লেখেন, গান করেন কোনো সমস্যা না কিন্তু "মেয়েদের খা" বলাতে আমার আপত্তি আছে। আমি মানুষকে অতিরিক্ত উপরে তোলার পক্ষপাতী নই আবার অকারণ ব্লেইম দিতে রাজি নই।
চেমন ফারিয়া বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং আমার জাতীয়তাবোধ আমাকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর অনুপ্রেরণা জুগিয়েছে। আমি বিশ্বাস করি, রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে সকল নারীকে অনলাইন হয়রানির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
এ বিষয়ে শাহবাগ থানার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. আসাদুজ্জামান দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, সাইবার বুলিংয়ের অভিযোগে তিনি একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। বিষয়টি তদন্তের জন্য আমরা সাইবার ডিভিশনে পাঠিয়েছি। তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাজধানীর শাহবাগ থানায় সাইবার বুলিংয়ের অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ২টি ফেসবুক পেজের বিরুদ্ধে মামলা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।