বাবর ও অনীক © ফাইল ফটো
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ১৭৭ সদস্যবিশিষ্ট এই কমিটিতে জহির উদ্দিন বাবরকে আহ্বায়ক এবং ওয়াসিম আহমেদ অনীককে সদস্য সচিব করা হয়েছে।
সম্মেলনের মাধ্যমে আগামী ৩০ দিনের মধ্যে নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে বলে আজ বুধবার (৮ জানুয়ারি) সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।
কমিটিতে ৫৬ জনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। এর মধ্যে রয়েছে- মো. আফফান আলী, মোহাম্মদ ফয়সাল হোসেন, হুমায়ুন হাবীব হিরণ, সেলিম রেজা, মো. মেহেদী হাসান, মশিউর রহমান রোজেন, মো. রাশিদুল ইসলাম রোমান, রাকিবুল ইসলাম শুভ, মো. মনিরুজ্জামান সাগর, মো. শহিদুল ইসলাম শাহেদ, জরজীস মো. ইব্রাহিম, মো. সাইফুল্লাহ, ফয়সাল রাব্বি রিয়াদ, অলোকুর রহমান অলোক, কামরুল ইসলাম সোহাগ, মেহেদী হাসান প্রিন্স, সৈয়দ ফাহহাদ ইসলাম সাগর, মাজহারুল ইসলাম তমাল, মো. রফিকুল ইসলাম, আমির উদ্দিন দেওয়ান, যোবায়ের আল মাহমুদ, এস এম সিহাব উদ্দীন, সাইফুল ইসলাম আল আমিন, নাইমুল হাসান কৌশিক, কে এম রিয়াদ, রিফাত আকন্দ অন্তর, রায়হান হোসেন মিল্টন প্রমুখ।
এছাড়া কমিটিতে ১১৯ জনকে সদস্য হিসেবে রাখা হয়েছে। এদিকে, কমিটিতে আহ্বায়কের দায়িত্ব পাওয়া বাবর বিশ্ববিদ্যালয়ের রসায়ন ৩৯ (২০০৯-২০১০ সেশন) ব্যাচের শিক্ষার্থী ও সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনীক দর্শন ৪০ (২০১০-১১ সেশন) ব্যাচের শিক্ষার্থী।