বাগেরহাট ছাত্রশিবিরের সভাপতি মোর্শেদ, সেক্রেটারি আব্দুল্লাহ
- বাগেরহাট প্রতিনিধি
- প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫, ০৬:৫৩ PM , আপডেট: ০৪ জানুয়ারি ২০২৫, ০৬:৫৩ PM
বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের বাগেরহাট জেলা কমিটির সভাপতি ও সেক্রেটারির ঘোষণা করা হয়েছে। শনিবার (৪ জানুয়ারি) বিকালে আল ফারুক সোসাইটি মিলনায়তনে খুলনা অঞ্চলের সদস্যদের নিয়ে জরুরি সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বাগেরহাট জেলাসহ খুলনা অঞ্চলের শাখা সমূহের কমিটির সভাপতি ও সেক্রেটারির নাম ঘোষণা করা হয়। শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সিদ্ধান্ত মোতাবেক সভাপতি হিসেবে হাফেজ মোর্শেদ আলম ও সেক্রেটারি হিসেবে আহমেদ আব্দুল্লাহর নাম ঘোষণা করা হয়।
হাফেজ মোর্শেদ আলম এর আগে ২০২৪ সালে বাগেরহাট জেলার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন অপর দিকে আহমেদ আব্দুল্লাহ ২০২৪ সালে বাগেরহাট জেলার দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এর আগে ২০২৪ সালে এ জেলায় ছাত্রশিবিরের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন নাজমুল হাসান সাইফ।