ছাত্রশিবির ক্রেডিট রাজনীতি করে না: সেক্রেটারি জেনারেল

২৯ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৮ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২৪ PM
‘Shibir Meets Brilliance’ শীর্ষক মতবিনিময় সভা

‘Shibir Meets Brilliance’ শীর্ষক মতবিনিময় সভা © টিডিসি ফটো

ছাত্রশিবির ক্রেডিট রাজনীতি করে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম।

রোববার (২৯ ডিসেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে আয়োজিত ‘Shibir Meets Brilliance’ শীর্ষক মতবিনিময় সভায় শিবিরের শহীদ তালিকা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

এসময় তিনি বলেন, ৫ আগস্টের পরে আমরা ভেবে দেখলাম আমরা যদি শহীদদের লিস্ট প্রকাশ করি তাহলে এরপর ছাত্রদলসহ দেশের অন্যান্য ছাত্র সংগঠনগুলো তাদের শহীদ সংখ্যা প্রকাশ করবে। তখন দেখা যেতো মোট শহীদ হতো সর্বোচ্চ ৫০০ জনের মতো। তাহলে অভ্যুত্থানে বাকি ১০০০ শহীদদের কারা ওন করতো? আমরা চাই না শহীদ নিয়ে রাজনীতি হোক। ছাত্রশিবির প্রথম শহীদদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে কিন্তু আমরা ক্রেডিট দাবি করিনি।

ছাত্রশিবিরের প্রতিটি শাখায় কমিটি আছে কি-না জানতে চাইলে জাহিদুল ইসলাম বলেন, ১৯৭৭ সাল থেকে আজ পর্যন্ত যতগুলো শাখা-উপশাখা ছিল সবগুলোতে সঠিক সময়ে প্রতি বছর কমিটি হয়েছে৷ কমিটি ঘোষণা হয়নি এমন কোনো বছর নেই।

গুপ্ত সংগঠনের ব্যাপারে শিবির সেক্রেটারি বলেন, একটা সময় শিবির সন্দেহে মেরে ফেলা যাবে, তাকে নির্যাতন করা যাবে এটা গত ১৬ বছর ছিল। আপনি আমাকে বলেন, সায়েন্স ফেস্টের মতো এতবড় আয়োজন মনে করে কি এটা গুপ্ত সংগঠন।

তিনি আরও বলেন, কিছুদিন আগে মাগুরায় ছাত্রদলের একজন শহীদের সন্তান হয়েছে আমি তাকে দেখতে গিয়েছিলাম। এখানে দলীয় কিছু থাকলে আমি যেতাম না। আমরা আমাদের প্রতিটি অঞ্চলের দায়িত্বশীলদের বলে দিয়েছি যেন তারা নিজেদের এলাকার শহীদদের খোঁজ-খবর রাখেন। কে কোনো দলের সেটা যেন কখনো বিবেচনা করা না হয়। আমাদের দায়িত্বশীলরা প্রতিনিয়ত তাদের খোঁজ নিচ্ছেন এবং ভবিষ্যতেও নেবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সেক্রেটারি এস এম ফরহাদের সঞ্চালনায় এবং সভাপতি আবু সাদিক কায়েমের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি অর্পিতা গুলদার, সাধারণ সম্পাদক আদনান মোস্তারি, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মহিউদ্দিন মোজাহিদ মাহী, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন শিবির সম্পর্কিত সমসাময়িক প্রশ্নগুলো উত্থাপন করেন। 

পরে উত্থাপিত প্রশ্নগুলোর জবাব দেন- সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট এবং ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল শিশির মনির, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি মির্জা গালিব, ঢাবির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম, ঢাবি সভাপতি আবু সাদিক কায়েম।

আগুনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ দগ্ধ ৪
  • ২৮ জানুয়ারি ২০২৬
জামায়াতের নারী কর্মীদের ওপর হামলা, আহত অন্তত ১০
  • ২৮ জানুয়ারি ২০২৬
মানুষ ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্টের ভূত তাড়াবে— নারী জামায়াত কর্…
  • ২৮ জানুয়ারি ২০২৬
‘মানুষের সেবা করতে এসেছি, ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করতে নয়’
  • ২৮ জানুয়ারি ২০২৬
জামায়াত কর্মীকে পিটিয়ে আহত করার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে
  • ২৮ জানুয়ারি ২০২৬
হাবিবুল্লাহ বাহার কলেজের পিঠা উৎসবে কেউই আমন্ত্রিত ছিলেন না…
  • ২৮ জানুয়ারি ২০২৬