অগ্নিকাণ্ডের মূলহোতা ফ্যাসিবাদী আমলারা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

সচিবালয়ে অগ্নিকাণ্ড
সচিবালয়ে অগ্নিকাণ্ড  © সংগৃহীত

সচিবালয়ে সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনায় ফ্যাসিবাদের সহযোগী আমলাদের দায়ী করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সংগঠনের দপ্তর সেলের সম্পাদক জাহিদ আহসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অভিযোগ তোলা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গভীর রাতে সচিবালয়ে দুর্নীতিবাজ এবং বিগত দিনে ফ্যাসিবাদের সহযোগী আমলারা পরিকল্পিতভাবে এ অগ্নিকাণ্ড ঘটিয়েছে। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নথিপত্র পোড়ানোর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে। আমরা মনে করি ফ্যাসিবাদী যেসব আমলারা এখনও স্বপদে বহাল রয়েছেন, তারাই এই অগ্নিকাণ্ডের মূলহোতা।

এতে উল্লেখ করা হয়, জনপ্রশাসন সংস্কার কমিশন গঠনের পর থেকেই আওয়ামী সুবিধাভোগী আমলারা নানাভাবে সংস্কার কর্মকাণ্ডে বাঁধা দিয়ে আসছে। গতরাতে গণঅভ্যুত্থানের অগ্রনায়ক তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ও যুব ও ক্রীড়া উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূইয়ার সচিবালস্থ দপ্তরে অগ্নিসংযোগ করে অবকাঠামো এবং গুরুত্বপূর্ণ নথিপত্র পোড়ানোর মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।

এতে আরও বলা হয়, আমলাদের মধ্যে যারা এই অগ্নিকাণ্ড ঘটিয়েছে এবং গণঅভ্যুত্থানের বিপক্ষে অবস্থান করে এখনও আওয়ামী জালেমদের সহযোগিতা করছে, অতিদ্রুত তাদের চাকরি থেকে বরখাস্ত করে বিচারের আওতায় আনতে হবে। একইসঙ্গে জনপ্রশাসনে গুরুত্বপূর্ণ সংস্কার সাধনের পক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পরিপূর্ণ সমর্থন ব্যক্ত করছে।

সচিবালয়ে আগুন নেভানোর কাজে নিয়োজিত ফায়ার সার্ভিস সদস্য সোহানুজ্জামান নয়নের মৃত্যুতে শোক প্রকাশ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, আমরা তার রুহের মাগফিরাত এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। সোহানুজ্জামন নয়নের মৃত্যুর পেছনে কোনও ষড়যন্ত্র থাকলে তদন্তসাপেক্ষে সে রহস্য উদঘাটন করা জরুরি।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence