কমিটি নিয়ে বিক্ষোভ প্রসঙ্গে যা বললেন ছাত্রদলের সাধারণ সম্পাদক

নাছির উদ্দীন নাছির
নাছির উদ্দীন নাছির  © ফাইল ছবি

ঢাকা মহানগরের চারটি শাখা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটসহ আরও পাঁচটি কলেজে আহ্বায়ক ও আংশিক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এই কমিটি নিয়ে ক্ষোভ প্রকাশ করে আন্দোলনে নেমেছেন পদবঞ্চিতরা। বিষয়টি নিয়ে দ্যা ডেইলি ক্যাম্পাস কথা বলেছে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সাথে।

বুধবার (২৫ ডিসেম্বর) তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, জাতীয়তাবাদী ছাত্রদল একটি বৃহত্তর সংগঠন। আন্দোলন সংগ্রামের দীর্ঘ পথ-পরিক্রমায় অসংখ্য ছাত্রদল নেতা নিজ নিজ ইউনিটের শীর্ষ পর্যায়ে নেতৃত্ব  দেওয়ার যোগ্যতা অর্জন করেছে। কিন্তু সাংগঠনিক কাঠামোর কারণে আমরা সবাইকে প্রত্যাশিত পদে দিতে পারছি না। কিন্তু যারা প্রত্যাশিত পদ পায়নি তারা যোগ্য নয় এমন না। পদবঞ্চিত হলে বা যথাযথ মূল্যায়ন না হলে যদি কেউ ক্ষুব্ধ হয় তাহলে তার ক্ষোভের প্রকাশ অবশ্যই গণতান্ত্রিক রীতি এবং সাংগঠনিক কাঠামোর মধ্যে যথাযথ কর্তৃপক্ষের নিকট উপস্থাপন করতে হবে। কোনোভাবেই দলীয় শৃঙ্খলা ভঙ্গ করা যাবে না। আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান সাংগঠনিক শৃঙ্খলার বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছেন। আমরাও দলীয় শৃঙ্খলা ভঙ্গের ব্যাপারে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি।’ 

নাছির উদ্দীন নাছির বলেন, ‘বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যে নতুন কমিটি দেওয়া হয়েছে সেগুলো মাত্র ৪৫ দিনের জন্য সম্মেলন প্রস্তুতি কমিটি। অর্থাৎ আগামী ৪৫ দিনের মধ্যে তারা নিজ নিজ প্রতিষ্ঠানে সম্মেলন আয়োজন করে বর্তমান শিক্ষার্থীদের মধ্য থেকে নেতৃত্ব বাছাইয়ের ব্যবস্থা করে বর্তমান শিক্ষার্থীদেরকে নেতৃত্ব হস্তান্তর করবে। এই কমিটির দায়িত্ব মূলত ৪৫ দিনের মধ্যে বর্তমান শিক্ষার্থীদের হাতে নেতৃত্ব হস্তান্তরের ব্যবস্থা করা।’

ছাত্রদল সাধারণ সম্পাদক আরও বলেন, খুব অল্প সময়ের মধ্যে সম্মেলন প্রস্তুতি কমিটির আকার সেশন অনুসারে সমন্বয় করে বৃদ্ধি করা হবে। এজন্য সকলকে সহনশীল অবস্থায় থাকার পরামর্শও দেন তিনি।


সর্বশেষ সংবাদ