আর্থিক সহায়তা নিয়ে হিন্দু শিক্ষার্থীর পাশে দাঁড়াল ঢাবি শিবির
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৪, ০৭:১৯ PM , আপডেট: ২৮ নভেম্বর ২০২৪, ০৭:১৯ PM
বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু পরীক্ষার্থী আকাশ কান্তি দে নামের এক হিন্দু শিক্ষার্থীকে এককালীন শিক্ষাবৃত্তি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রশিবির। সম্প্রতি ক্যাম্পাসে ওই শিক্ষার্থীর হাতে শিক্ষা সহায়তা তুলে দেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম নুর।
জানা যায়, আর্থিক সহায়তা চেয়ে লিখিত আবেদনের প্রেক্ষিতে যাচাই বাছাই করে ওই শিক্ষার্থীকে বৃত্তির জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হয়। ওই শিক্ষার্থীর বাড়ি কক্সবাজার।
এ ব্যাপারে শাখা ছাত্রশিবিরের সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা বিষয়ক সম্পাদক নূর বলেন, আকাশ কান্তি দে নামে এই মেধাবী ছাত্রটি বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। ২০০৮ সালে তার পিতা মারা যান, এরপর থেকে আর্থিক সমস্যার কারণে তাকে পড়াশোনার পাশাপাশি কাজ করতে হয়েছে। নিজের খরচ বহন করার জন্য। নিরলস পরিশ্রম, অধ্যবসায় এবং অনুশীলনের মাধ্যমে তিনি একে একে গড়ে তুলেছেন তার স্বপ্ন।
“তবে, ঢাকায় এসে আর্থিক সমস্যা আরও বড় আকার ধারণ করায় তার স্বপ্ন পূরণের পথ অনিশ্চিত হয়ে পড়ে। এই পরিস্থিতিতে তার পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতির জন্য প্রয়োজনীয় খরচ নির্বাহে তাকে এককালীন শিক্ষাবৃত্তি প্রদান করেছে।”
ছাত্রশিবির তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এবং প্রয়োজনে আগামী দিনগুলোতে তার স্বপ্ন পূরণে সহযোগিতা প্রদান করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এ বিষয়ে ঢাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি সাদিক কায়েম বলেন, স্বপ্নবাজ সংগ্রামী তরুণদের প্রয়োজনে যথাসম্ভব পাশে থাকার চেষ্টা করবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। এর মাধ্যমে দেশের সকল তরুণকেই অগ্রযাত্রার মিছিলে শামিল করতে সর্বদা কাজ করে চলেছে সংগঠনটি।