কেন সংলাপে ডাক পাচ্ছে না জাতীয় পার্টি, জানালেন হাসনাত আব্দুল্লাহ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৪, ১০:৫৭ PM , আপডেট: ০৮ অক্টোবর ২০২৪, ১০:৫৭ PM
অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাষ্ট্র সংস্কারের বিষয়ে আলোচনা করেছে বেশ কয়েকটি রাজনৈতিক দল। গত শনিবার প্রথম দিনে বিএনপি, জামায়াতসহ বেশ কিছু রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধির সঙ্গে বৈঠক করেছে সরকার। আগামী ১৯ অক্টোবর ফের সংলাপ হওয়ার কথা রয়েছে।
অনেকে জাতীয় পার্টিকে (জাপা) আওয়ামী লীগের স্বৈরাচারিতার সহযোগী হিসেবে অ্যাখ্যা দিয়ে সংলাপে না ডাকার আহ্বান জানান। এবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ জানালেন, কেন সংলাপে ডাক পাচ্ছে না জাতীয় পার্টি।
মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রফাইলে এক পোস্টে তিনি লেখেন, ‘আমাদের দাবির প্রেক্ষিতে ফ্যাসিবাদের সহযোগী জাতীয় পার্টিকে সংলাপে ডাকা হচ্ছে না।
এর আগে গতকাল সোমবার হাসনাত ফেসবুকে এক পোস্টে লেখেন, স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিকে সংলাপে আমন্ত্রণ জানানো হলে, আমরা সেই আত্মঘাতী সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ ও কঠোর বিরোধিতা করব।