চাঁদা তুলতে বাধা দেওয়ায় শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তের হামলা

প্রতীকি ছবি
প্রতীকি ছবি  © সংগৃহীত

রাজধানীর মিরপুরে চাঁদা তুলতে বাধা দেওয়ায় দুর্বৃত্তদের হামলায় ৮ শিক্ষার্থী কুপিয়ে জখম করার ঘটনা ঘটে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাত ১০.৩০ এর সময়। ঘটনায় আতাউল্লাহ নামে এক ব্যক্তির সশস্ত্র একটি দল শিক্ষার্থীদের ওপর হামলা করেন বলে জানায় মিরপুর এলাকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়য় এসএম সায়েম।

ঘটনায় আহতদের একজন এসএম সায়েম অভিযোগ করেন, মিরপুর-১৩-এ ফুটপাতের দোকানে চাঁদাবাজির চেষ্টায় বাধা দেওয়ায় আতাউল্লাহ নামে এক ব্যক্তি ও তার অনুসারীরা দুই শিক্ষার্থীকে মারধর শুরু করেন। বিষয়টি শিক্ষার্থীদের মধ্যে জানাজানি হলে মিরপুর এলাকার অন্যতম সমন্বয়ক এস এম সায়েমসহ ১৫-২০ জন ঘটনাস্থলে গেলে তাদের ওপর অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা।

সায়েম গণমাধ্যমকে জানান, "রাত ১০:৩০ এর দিকে জীবন, আতাসহ ২০-২৫ জনের একটি সশস্ত্র দল আমাদের ওপর হামলা করে। আমার ফুপাতো ভাই সাব্বিরের মাথায় অন্তত ৬টি কোপ দেয় ধারালো চাপাতি দিয়ে। আমার কানও ফেটে গেছে লাঠির আঘাতে।" তিনি আরও বলেন, "আমরা একজন চাঁদাবাজকে ধরতে সক্ষম হই এবং তাকে মিরপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।"


সর্বশেষ সংবাদ