৬ সমন্বয়কের স্বাক্ষরে এ আন্দোলন বন্ধ হবে না: ভিডিও বার্তায় হাসনাত

  © সংগৃহীত

'আন্দোলন ৭ দিনের জন্য স্থগিত' সম্বলিত একটি বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিজ্ঞপ্তির বিষয়ে ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ একটা ভিডিও বার্তা দিয়েছেন। সেখানে আন্দোলন নষ্ট করার জন্য ভুয়া বিবৃতি প্রচার করা হচ্ছে বলে জানান। এমন কোনো বিবৃতি সমন্বয়করা দেননি বলে নিশ্চিত করেছেন। 

আজ শনিবার (৩ আগষ্ট) দুপুরে ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তা দেন। 

তিনি বলেন, এখন যে আন্দোলন হচ্ছে এটা শিক্ষার্থীদের আন্দোলন সকল শ্রেণী পেশার আন্দোলন। এ আন্দোলন নষ্ট করার জন্য আমাদের সিগনেচার নকল করে ভুয়া বিবৃতি প্রচার করা হচ্ছে। একজন সমন্বয়ক বা দুজন সমন্বয়ক বা ৫ জন সমন্বয়কে এ আন্দোলন স্থগিত হবে না। 

তিনি আরো বলেন, এটি ছাত্রজনতার আন্দোলন ছাত্র-জনতা এর গতিপথ নির্ধারণ করবে। তারা যখন মনে করবে আন্দোলন বন্ধ হওয়ার সময় হয়েছে। তারাই তখন সিদ্ধান্ত নেবে। 

তিনি আরো বলেন, আমি হাসনাত আব্দুল্লাহ যদি কখনো দেখেন আন্দোলন বন্ধ করার ঘোষণা দিয়েছি ধরে নেবেন এটা আমাকে জোর করে  বলানো হয়েছে। জোর করে সে বক্তব্য দেওয়ানো হচ্ছে। সুদিন আশা পর্যন্ত আপনারা আন্দোলন চালিয়ে যাবেন। 

এদিকে ছড়িয়ে পড়া ভুয়া সে বিজ্ঞপ্তিতে লেখা রয়েছে, দেশের এই অস্থিতিশীল মুহুর্তে শিক্ষার্থীদের পাশে যে সকল শিক্ষক এবং সাধারণ মানুষ এসে দাড়িয়েছেন আমরা আপনাদের নিকট চির কৃতজ্ঞতা প্রকাশ করছি, আমরা দৃড় চিত্তে বিশ্বাস করি দল মত নির্বিশেষে এই আন্দোলন আমাদের সকলের। 

কিন্তু আমাদের এই স্বাভাবিক আন্দোলন কে অস্বাভাবিক করে তোলার জন্য কিছু রাজনৈতিক দল উদ্ভট পরিস্থিতি তৈরি করছে, যার ফলশ্রুতিতে ঝড়ে গেলো বহু প্রান। 

আমরা আগেই দাবি জানিয়েছিলাম আমাদের যে সকল সাধারণ শিক্ষার্থী নিহত হয়েছেন তাদের প্রত্যেকটি মৃত্যুর সঠিক ভাবে তদন্ত করে যে সকল ব্যাক্তি জড়িত তাদেরকে আইনের আওতায় আনতে হবে, এবং যে সকল শিক্ষার্থীদের মিথ্যা মামলায় জড়িয়ে আটক করা হয়েছে তাদের সকলকে নিশঃর্ত ভাবে মুক্তি দিতে হবে, এবং যে সকল প্রান ঝড়ে গিয়েছে এবং রাষ্ট্রীয় সম্পদ এর ক্ষতি হয়েছে তার দ্বায়ভার আমরা সাধারণ শিক্ষার্থী'রা গ্রহন করবো না। 

তারই পরিপ্রেক্ষিতে আমাদের এই স্বাভাবিক আন্দোলনকে কেউ যেন নিজ স্বার্থে ব্যাবহার করে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে না পারে সেজন্য আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমাদের পরবর্তী সকল কর্মসূচি প্রত্যাহার করলাম, সেই সাথে সরকার'কে ৭ দিনের সময় বেধে দেওয়া হলো এই সময়ের মধ্যে হত্যাকারীদের আইনের আওতায় এনে বিচার করতে হবে এবং বিচার বিভাগ কে সম্পূর্ণ স্বাধীন ভাবে তার কাজ করতে দিতে হবে। যদি এই সময়ের মধ্যে আমাদের দাবি মেনে নেওয়া না হয়, পরবর্তীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কঠিন কর্মসূচি ঘোষনা করবে। 


সর্বশেষ সংবাদ