নিহত কলেজছাত্রকে নিয়ে আয়মান-মুনজেরিনের আবেগঘন পোস্ট

আয়মান সাদিক, মুনজেরিন শহীদ ও ফারহান ফাইয়াজ
আয়মান সাদিক, মুনজেরিন শহীদ ও ফারহান ফাইয়াজ  © সংগৃহীত

কোটা আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে রাজধানীর ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। ওই শিক্ষার্থীর নাম ফারহান ফাইয়াজ (১৭)। বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে রাজধানীর সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ওই হাসপাতালের সহকারী ব্যবস্থাপক ওসমান গণি।

নিহত ফারহানের মা নাজিয়া খান ফেসবুক পোস্টেও ফারহানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। 

জানা যায়, ফারহান ফাইয়াজ ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। তার মুখে ও বুকে রাবার বুলেটের একাধিক আঘাত রয়েছে। পরে তাকে সিটি হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যায়।সে ধানমণ্ডি এলাকায় কোটাবিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছিল।

এদিকে নিহত ফারহান ফাইয়াজকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করেছেন টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক ও প্রতিষ্ঠানটির শিক্ষক মুনজেরিন শহীদ। 

আহত অবস্থায় ওই শিক্ষার্থীকে রিকশায় করে হাসপাতালে নেওয়া হচ্ছে এমন একটি চবি পোস্ট করে আয়মান সাদিক লিখেছেন, ‘আমার ছাত্র মারা গেছে।’

মুনজেরিন শহীদ তার পোস্টে লিখেছেন, আমার ছাত্র ফারহান ফাইয়াজ আর নেই। কয়েকদিন আগে তার সাথে গ্রামার নিয়ে একটি ভিডিও করেছি। সে এত মেধাবী এবং তার আচরণ ভাল ছিল। আমি এটা বিশ্বাস করতে পারছি না। তার বয়স আঠারোও হয়নি। 

 

সর্বশেষ সংবাদ