সাবেক ছাত্রলীগ নেতা রনির বাড়িতে হামলা, বিচার চেয়ে ঢাবিতে মানববন্ধন

ছাত্রলীগ নেতার ওপর হামলার প্রতিবাদে রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধনে বর্তমান ও সাবেক ছাত্রলীগের নেতৃবৃন্দ
ছাত্রলীগ নেতার ওপর হামলার প্রতিবাদে রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধনে বর্তমান ও সাবেক ছাত্রলীগের নেতৃবৃন্দ  © টিডিসি ফটো

বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মেহেদী হাসান রনি ও তার পরিবারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন বর্তমান ও সাবেক ছাত্রলীগের নেতৃবৃন্দ। হামলার শিকার রনি বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হওয়ার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসিমউদদীন হল ছাত্রলীগের সভাপতি ছিলেন।

আজ বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে দুপুর ১ টার দিকে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স বলেন, মেহেদী হাসানের ওপর যে রকম নৃশংস হামলা হয়েছে এর সুষ্ঠু বিচার চাই। যারা নিরপেক্ষ রাজনীতি করেন আপনাদের প্রতিবাদের ভাষা হবে লেখনী বা ব্যানারের মাধ্যমে, কারো শরীরে আঘাত করে নয়। যে শরীরে জামায়াত বিএনপির আছর পড়েছে, সে শরীরে যেন নিজের দলের মানুষের আছর না পড়ে। 

জানা যায়, টাংগাইলের ধনবাড়ি উপজেলায় নিজ বাড়িতে রাতের অন্ধকারে ছাত্রলীগের সাবেক এই নেতার ওপর সন্ত্রাসী হামলা চালায় একই সংগঠনের নেতাকর্মীরা। রাজনৈতিক প্রতিশোধের জের ধরেই স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা চেয়ারম্যানের কুখ্যাত মাদকসেবী সন্ত্রাসী বাহিনী রাতের অন্ধকারে এই ঘটনা ঘটিয়েছে বলে জানান ছাত্রলীগের নেতাকর্মীরা।

আরও পড়ুন: শৃঙ্খলা ভেঙে অব্যাহতি পেলেন ছাত্রলীগের দুই নেতা

বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হাসান মাহমুদ বলেন, যারা নিজেদের স্বার্থ হাসিলের জন্য তরুণ উদীয়মান শিক্ষার্থীদের ওপর হামলা চালায়, তাদের পরিবারের ওপর হামলা চালায় তাদের প্রতি ধিক্কার ও নিন্দা জানায়। এরা  আওয়ামী লীগ করার যোগ্য নয়। বাংলাদেশ আওয়ামী লীগ কখনো এই শিক্ষা দেয় নি। যারা এই হামলা চালিয়েছে তাদের দ্রুত আইনের আওতায় আনা হোক।

তিনি আরও বলেন,সকল নেতাকর্মীদের কাছে একটাই আহ্বান, টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার মত ঘটনা যেন দেশের কোথাও আর না ঘটে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence