পল্টনে গণতান্ত্রিক ছাত্রজোটের বিক্ষোভে পুলিশের লাঠিপেটা, আহত ১০
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৩, ০৮:১৮ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০২:৫৩ PM
সরকারের পদত্যাগ ও বিরোধী দলসমূহের সমাবেশে পুলিশ ও আওয়ামী লীগের হামলার প্রতিবাদে শিক্ষাভবন চত্বর থেকে পুরানা পল্টন মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল করেছে বাম ছাত্র সংগঠনগুলোর জোট গণতান্ত্রিক ছাত্রজোট। মিছিল শেষে পল্টন মোড়ে সমাবেশ করতে গেলে পুলিশ তাদের লাঠিপেটা করে।
আজ শনিবার সন্ধ্যা ৭টার দিকে পুরানা পল্টন মোড়ে লাঠিপেটার ঘটনা ঘটে। এ ঘটনায় ১০ জনের মতো আহত হয়েছেন। তারা ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসা নিচ্ছেন।
ছাত্র ইউনিয়নের সভাপতি রাগীব নাঈম বলেন, আজকে দিনভর বিরোধী দলসমূহের সমাবেশে পুলিশ ও আওয়ামী লীগের হামলার প্রতিবাদে আমরা শিক্ষা অধিকার চত্বর থেকে মিছিল শুরু করি। মিছিল নিয়ে পুরানা পল্টন মোড়ে এসে সমাবেশ চলাকালীন পুলিশ বাধা দেয় এবং লাঠিচার্জ করে।
জোটের সমন্বয়ক ও বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক দিলীপ রায় বলেন, সমাবেশে পুলিশের হামলায় ইডেন কলেজের শিক্ষার্থী ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট (মার্কসবাদ) নেতা জাইমা মুন এবং গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের ফাহিম আহমেদ চৌধুরী আহত হয়েছেন। তারা ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসা নিচ্ছেন। এ ছাড়াও আরও ৮ থেকে ১০ জন পুলিশের লাঠিচার্জে আহত হয়েছেন।