৩৫ প্রত্যাশীদের অনশন ভাঙালো পুলিশ, অবরোধ প্রত্যাহার

পানি খাইয়ে অনশন ভাঙাল পুলিশ
পানি খাইয়ে অনশন ভাঙাল পুলিশ  © টিডিসি ফটো

দীর্ঘ প্রায় সাড়ে সাত ঘণ্টারও বেশি সময় পর পুলিশের আশ্বাসে নীলক্ষেতের সড়ক অবরোধ তুলে নিয়েছেন চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশী আন্দোলনকারীরা। শুক্রবার (২৭ অক্টোবর) রাত ১১:৪০ মিনিটে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর নিউমার্কেট জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার শাহেন শাহ্ মাহমুদের আশ্বাস মেনে নিয়ে নীলক্ষেত ত্যাগ করেন তারা।

এরআগে পুলিশ কমিশনার পানি পান করিয়ে আন্দোলনকারীদের আমরণ অনশন ভাঙান।

এসময় আরও উপস্থিত ছিলেন নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার মো. রেফাতুল ইসলাম, নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল গনি সাবুসহ অন্যান্য কর্মকর্তারা।

প্রসঙ্গত, চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫, অবসরে বয়সসীমা বৃদ্ধি, চাকরিতে আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্মৃতি বিজড়িত ঢাকা বিশ্ববিদ্যালয় আইন অনুষদে বঙ্গবন্ধুর নামে বঙ্গবন্ধু ল' কমপ্লেক্স (বঙ্গবন্ধু চেয়ার এবং একটি ম্যুরাল) স্থাপনের দাবিসমূহ বাস্তবায়নের আহবান জানিয়ে দীর্ঘদিন ধরেই আন্দোলন করে আসছেন তারা।


সর্বশেষ সংবাদ