এডিসি হারুনের নির্যাতন

চোখ-নাক-দাঁতের চিকিৎসা নিতে হয়েছে— ২১ দিন পর জানালেন সেই ছাত্রলীগ নেতা

ছাত্রলীগ নেতা নাঈম ও এডিসি হারুন
ছাত্রলীগ নেতা নাঈম ও এডিসি হারুন  © ফাইল ছবি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) হারুন অর রশিদের মারধরের শিকার ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ঢাবির ফজলুল হক হলের সভাপতি আনোয়ার হোসেন নাঈম নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। আজ রবিবার (১ অক্টোবর) ফেসবুকে এই পোস্ট করেন তিনি।

পোস্টে তিনি লিখেন, দীর্ঘ ২১ দিন চিকিৎসা শেষে এখন মোটামুটি সুস্থ আছি। আমার নাকের ভেঙে যাওয়া অংশে মেডিকেল টিমের সিদ্ধান্ত অনুযায়ী ২ মাস পরে অপারেশন করানো হবে। আমার দুটি দাঁতের চিকিৎসা করানো হয়েছে এবং চোখে চশমা নিতে হয়েছে।

তিনি আরও লিখেন, সর্বপ্রথম কৃতজ্ঞতা ও শ্রদ্ধা বাংলাদেশ ছাত্রলীগের একমাত্র অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রতি। আমার মতো বাংলাদেশ ছাত্রলীগের একজন ক্ষুদ্র কর্মীর খোঁজ-খবর নিয়েছেন। কৃতজ্ঞতা জানাই বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দদের, যারা আমার নিয়মিত খোঁজ-খবর নিয়েছেন। আমার দুঃসময়ে বাংলাদেশ ছাত্রলীগের বর্তমান ও সাবেক অসংখ্য নেতাকর্মী ভাই হিসেবে আমার পাশে থেকে সাহস যুগিয়েছেন, তাদের প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই।

বিশেষ করে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ভাই এবং বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ইনান ভাই যেভাবে আমার পাশে ছিলেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা। শিগগিরই রাজপথে দেখা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

প্রসঙ্গত, গত ৯ সেপ্টেম্বর রাতে ছাত্রলীগ নেতা নাঈম এবং কেন্দ্রীয় বিজ্ঞান বিষয়ক সম্পাদক ও ঢাবির শহীদুল্লাহ হলের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ মুনিমকে শাহবাগ থানায় নির্যাতনের অভিযোগ ওঠে এডিসি হারুনের বিরুদ্ধে। থানায় নির্যাতনের পর তাদের হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে নাঈম হাসপাতালে ভর্তি আছেন।

মারধরের ঘটনার পর এডিসি হারুনকে সাময়িক বরখাস্ত করা হয়। পরে তাকে রংপুর রেঞ্জে বদলি করা হয়। শাহবাগ থানার ওসি মো. গোলাম মোস্তফাকেও দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence