ছাত্রলীগের হামলার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ, বেগম জিয়ার মুক্তি দাবি

ছাত্রলীগের হামলার বিচার দাবিতে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ
ছাত্রলীগের হামলার বিচার দাবিতে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ  © টিডিসি ফটো

রাজধানীর শাহবাগ চত্বরে জাতীয়তাবাদী ছাত্রদল নেতাকর্মীদের উপর হামলার ঘটনার বিচার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয় ছাত্রদল। সোমবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টায় এ ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করে সংগঠনটি। কর্মসূচি থেকে বেগম জিয়ার মুক্তি দাবি করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-সম্পাদক তারেক হাসান মামুন, আমান উল্লাহ আমান, হাসান আবিদুর রেজা বায়জীদ ও নূর আলম ভূঁইয়া ইমনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি কলভবনের প্রধান ফটক থেকে শুরু হয়ে রাজু ভাস্কর্যে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তি এবং ছাত্রদল নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় বাংলাদেশ ছাত্রলীগের জড়িতদের বিরুদ্ধে অবিলম্বে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

মিছিলে অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বিজয় একাত্তর হল ছাত্রদলের সাধারণ সম্পাদক বিএম কাউসার, সহ-সভাপতি আলমগীর হোসেন আলম, যুগ্ম-সম্পাদক শাহবাজ ইশতিয়াক পূরান, দপ্তর সম্পাদক মো. সাকিব বিশ্বাস, পল্লীকবি জসীমউদ্দিন হল ছাত্রদলের জ্যেষ্ঠ সহ-সভাপতি আবিদুল ইসলাম খান, যুগ্ম-সম্পাদক মকবুল হোসেন, সমাজসেবা সম্পাদক আনোয়ার সাকিব, কর্মী সিফাত, সলিমুল্লাহ মুসলিম হলের যুগ্ম-সম্পাদক তারেক নূর, সমাজসেবা সম্পাদক এনামুল ইসলাম ইয়াছিন।

আরও পড়ুন: ছাত্রলীগের ‘অতর্কিত’ হামলায় হাসপাতালে ছাত্রদলের ৫ নেতা

সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রদলের যুগ্ম-সম্পাদক ইকরাম খাঁ, যুগ্ম-সম্পাদক সাইফ উল্লাহ সাইফ, সমাজসেবা সম্পাদক আবূ জ্বার গিফারী মাহফুজ, কর্মী হাসিবুর রহমান আসিফ, কর্মী মো. জিন্নাহ চৌধুরী, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান ছাত্রদলের যুগ্ম-সম্পাদক উবাইদুল্লা রিদওয়ান, কর্মী রাফসান জানি মিঠু, মুজিব হল ছাত্রদলের যুগ্ম-সম্পাদক শরীফ উদ্দীন সরকার, কর্মী শাহাদাত মিঞা, স্যার এ এফ রহমান হলের সহ-প্রচার সম্পাদক মুন্না, কর্মী ফারহানসহ অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এর আগে, গত শনিবার (২৩ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে আড্ডরত ছাত্রদলের নেতাকর্মীদের ওপর ‘অতর্কিত’ হামলা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে সংগঠনটির পাঁচজন নেতাকর্মী আহত হয়েছেন। এতে আহত নেতাকর্মীরা কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence