ছাত্রনেতা সাদ্দাম এবার ‘অভিনেতা’

২১ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৫২ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ০১:২৪ PM

© সংগৃহীত

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ মঙ্গলবার (২১ ফেব্রুায়ারি) রাত ৯টা ৩০ মিনিটে এনটিভিতে প্রচার করা হবে বিশেষ নাটক ‘গহীনের আলো’। মনি হায়দারের রচনায় নাটকটির চিত্রনাট্য, রচনা ও পরিচালনা করেছেন হাসান রেজাউল। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, এফ এস নাঈম, নাজিয়া হক অর্ষা, সাবিহা জামান, সাদ্দাম হোসান, রিমু রেজা খন্দকার, শিশির আহমেদ প্রমুখ।

নাটকের গল্প এমন—তিতলি  ভালোবাসে যুক্তকে। যুক্ত খুব প্রাণবন্ত ছেলে। চাকরি করে। তিতলি মাস্টার্স শেষ করে গবেষণা করছে ভাষা আন্দোলনের ওপর। গবেষণা করতে গিয়ে তিতলি আবিষ্কার করে ভাষা আন্দোলনের একজন নায়ক মাওলানা আবদুর রশীদ তর্কবাগীশকে। তর্কবাগীশ ভাষা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তর্কবাগীশ প্রসঙ্গে দুজনের মধ্যে ঝগড়া বাঁধে। রাস্তায় হাঁটতে হাঁটতে তিতলি দেখতে পায় তর্কবাগীশ ওর সঙ্গে হাঁটছে।

গবেষণার শিক্ষক অরিন্দম রায় সাহায্য করে তিতলিকে। ওকে নিয়ে বায়ান্ন সালে যেখানে যেখানে ভাষা আন্দোলন হয়েছিল, সেসব জায়গায় যায়। রিকশায় যাওয়ার সময়ে দেখে যুক্ত। বাসায় গিয়ে  ঝগড়া করে। তিতলি কাঁদে। তিতলি গবেষণা প্রতিবেদন লিখে জমা দেয় অরিন্দমের কাছে। কারও সঙ্গে যোগাযোগ নেই। যুক্ত বিদেশে যাওয়ার চেষ্টা করে। বাকি গল্প জানতে চোখ রাখতে হবে এনটিভির পর্দায়।

এই নাটকে প্রথমবারের মতো দেখা যাবে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করা সাদ্দাম হোসেনকে। তিনি এর আগে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। দায়িত্ব পালন করেন ডাকসুতে এজিএস হিসেবে। এর আগে তিনি ঢাবির স্যার এ এফ রহমান হলের সাংগঠনিক সম্পাদক এবং কেন্দ্রীয় ছাত্রলীগের আইনবিষয়ক উপ-সম্পাকের দায়িত্ব পালন করেছেন।

সৃজনশীল ছাত্রনেতা, বাকপটু, সুবক্তাসহ নানা কারণে সাদ্দাম হোসেন সাধারণ শিক্ষার্থীদের কাছে বেশ জনপ্রিয়। সম্প্রতি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি গঠনের পূর্বে সবচেয়ে আলোচিত নাম ছিল সাদ্দাম হোসেন। সেই ছাত্রনেতা এবার পা দিলেন অভিনয় জগতে।

সাদ্দাম হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ২০১১-১২ শিক্ষাবর্ষে ভর্তি হয়ে স্নাতক এবং স্নাতকোত্তর শেষ করেন। বর্তমানে তিনি ডেভেলপমেন্ট স্টাডিজে বিভাগে অধ্যয়নরত আছেন। তার বাড়ি পঞ্চগড় জেলার বোদা উপজেলায়। ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ঢাকার নটরডেম কলেজ থেকে এইচএসসি পাস করেন।

যুক্তরাষ্ট্রে নির্বাসিত ইরানের রেজা পাহলভি আসলে কে?
  • ১০ জানুয়ারি ২০২৬
সব দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নেই, প্রশাসন একদিকে ঝুঁকে …
  • ১০ জানুয়ারি ২০২৬
ইরানের বিক্ষোভ আরও কঠোরভাবে দমনের হুঁশিয়ারি সর্বোচ্চ নেতার
  • ১০ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের উত্তরাঞ্চলের সফর স্থগিত হল যেকারণে
  • ১০ জানুয়ারি ২০২৬
ঢাবিতে জয়পুরহাট স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশনের নেতৃত্বে অনিক, …
  • ১০ জানুয়ারি ২০২৬
মাওলানা ভাসানীর ঘনিষ্ঠ সহচর শিক্ষাবিদ ইরফানুল বারী আর নেই
  • ১০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9