মুুজিবের তৃতীয় শিকার সাকিব আল হাসান
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ৩০ আগস্ট ২০২২, ০৮:২৪ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২২, ০৮:৩০ PM
এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। তবে ইনিংসের দ্বিতীয় ওভারেই বাংলাদেশ শিবিরে আঘাত হেনেছে মুজিবুর রহমান। সাজ ঘরে ফিরিয়েছেন নাঈমকে। চতুর্থ ওভারে মুজিবের দ্বিতীয় শিকার হন এনামুল হক বিজয়। আর পঞ্চম ওভারে সাজঘরে ফেরেন সাকিব আল হাসান।
মঙ্গলবার (৩০ আগস্ট) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে গ্রুপ 'বি'তে নিজেদের প্রথম ম্যাচে শুরুটা ভালো করতে পারেনি টাইগাররা।
এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশ দলের সংগ্রহ ৫.৪ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ২৬ রান।
বাংলাদেশ একাদশ
মোহাম্মদ নাইম, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমদুউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মাহেদি হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।
আফগানিস্তান একাদশ
হযরতউলল্লাহ জাজাই, রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, নজিবুল্লাহ জাদরান, করিম জানাত, মোহাম্মদ নবি (অধিনায়ক), রশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই, নাভিন-উল হক, মুজিব-উর রহমান, ফজল হক ফারুকি।