চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা উৎসবে মাতল রিয়াল মাদ্রিদ

১৪তম চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা উৎসবে মেতে ওঠে রিয়াল মাদ্রিদ
১৪তম চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা উৎসবে মেতে ওঠে রিয়াল মাদ্রিদ  © রয়টার্স

লিভারপুলকে ১-০ গোলে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছে জিতল রিয়াল মাদ্রিদ। ম্যাচজুড়ে দাপট দেখালেও লিভারপুলকে এক ঝলকেই পরাস্ত করল আনচেলত্তির শিষ্যরা। একমাত্র গোলটি করেন ব্রাজিলিয়ান ভিনিসিয়ুস জুনিয়র।

সমর্থকদের মাঠের বাইরের ঝামেলার কারণে ৩৮ মিনিট দেরিতে শুরু হয় চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। প্যারিসে প্রথমার্ধে লিভারপুলের সামনে দাঁড়াতেই পারেনি রিয়াল। তবে দেয়াল হয়ে দাঁড়ায় গিয়েছিলেন থিবো কোর্তোয়া। ১৬ মিনিটে মোহামেদ সালাহর ক্লোজ রেঞ্জ শট ফেরান রিয়াল গোলরক্ষক।

২১ মিনিটে সাদিও মানেও গোলই পেয়ে যাচ্ছিলেন, এবারও কোর্তোয়ায় রক্ষ। ৪২ মিনিটে সতীর্থের বাড়ানো থ্রো বল এলিসনের সামনে পেয়ে গিয়েছিলেন বেনজেমা।তবে লিভারপুল গোলরক্ষককে কাটিয়ে শট নেওয়ার জায়গা পাননি, বল ঠেলে দেন ভালভার্দেকে। পরে বল আবার চলে যায় বেনজেমার পায়ে। এবার জড়িয়ে দেন জালে। তবে অফসাইডের কারণে গোলটি পায়নি রিয়াল।

আরো পড়ুন: বাংলাদেশের প্রথম স্বর্ণপদক জয়ী ঢাবি ছাত্র সুরো কৃষ্ণ চাকমা

দ্বিতীয়ার্ধেও রিয়ালের ত্রাতা কোর্তোয়া । ৫৪ মিনিটে আলেকজান্ডার-আর্নল্ডের শট ঠেকিয়ে দেন রিয়াল গোলরক্ষক। ৫৮ মিনিটে ভালভার্দের পাস বেনজেমাকে পার করে খুঁজে পায় ভিনিসিয়ুস জুনিয়রকে। আলতো ছোঁয়ায় জালে ঠেলে দেন ব্রাজিলিয়ান তারকা, এগিয়ে যায় রিয়াল।

গোল শোধে মরিয়া লিভারপুলের সালাহর বাঁ পায়ের বুলেট গতির শট ৬৪ মিনিটে ফেরান কোর্তোয়া । ৮২ মিনিটে কোর্তোয়াকে একা পেয়েছিলেন মিসরীয় ফরোয়ার্ড। এবারও রক্ষা করেন গোলরক্ষক। সালাহর শট চোখের পলকে বের করে দেন কোর্তোয়া । শেষ পর্যন্ত গোলের দেখা পায়নি লিভারপুল। ১৪তম চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা উৎসবে মেতে ওঠে রিয়াল।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence