আইনজীবীদের ফুটবল বিশ্বকাপ খেলতে মরক্কো যাচ্ছেন ব্যারিস্টার সুমন
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ২৬ এপ্রিল ২০২২, ০৫:২৪ PM , আপডেট: ২৬ এপ্রিল ২০২২, ০৫:২৪ PM
আইনজীবীদের ২০তম ফুটবল বিশ্বকাপে খেলতে মরক্কোর মারাকেশে যাচ্ছেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। আগামী ৭ মে থেকে এই টুর্নামেন্ট শুরু হবে।
সোমবার গণমাধ্যমের সাথে আলাপকালে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগামী ৫ মে রাতে আইনজীবীদের দল ফুটবল বিশ্বকাপ খেলতে মরক্কোর উদ্দেশে রওনা দেবে। আগামী ১৫ মে দেশে ফিরে আসবে।
তিনি আরও বলেন, আইনজীবীদের ফুটবল বিশ্বকাপ-মুন্ডিয়াভোকেট (MUNDIAVOCAT) নামে পরিচিত। এটি একটি আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট, যা সারা বিশ্বের শুধু আইনজীবীদের নিয়ে অনুষ্ঠিত হয়। বাফুফের সালাউদ্দিন সাহেব বাংলাদেশকে কাতার বিশ্বকাপে নেওয়ার ঘোষণা দিয়েও ব্যর্থ হয়েছেন। কিন্তু আমরা আইনজীবীরা বাংলাদেশকে নিয়ে যাচ্ছি আইনজীবী বিশ্বকাপে। ৯০টি দেশের অংশগ্রহণে এ বিশ্বকাপে বাংলাদেশের পতাকাকে আমরা তুলে ধরতে পারব। এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া।
আরও পড়ুন: চবিতে মাটির নিচ থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার
প্রসঙ্গত, ১৯৮৩ সাল থেকে প্রতি দুই বছর পর পর এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। আগামী ৭ মে এবারের আসরের উদ্বোধনী খেলা শুরু হবে। ১৫ মে ফাইনাল অনুষ্ঠিত হবে। মুন্ডিয়াভোকেট (MUNDIAVOCAT) এর সদর দফতর ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত। ২০তম আসরে বাংলাদেশ, ব্রাজিল, চীন, কলম্বিয়া, কোরিয়া, কোস্টারিকা, ফ্রান্স, ইসরাইল, জাপান, মেক্সিকোর, মঙ্গোলিয়া, সেনেগাল, তুরস্ক এবং ইউক্রেনসহ মোট ৩৩টি দেশের ৯০টি দল ৬ টি বিভাগে অংশ নিচ্ছে।
প্রথমবারের মতো বাংলাদেশ থেকে ২২ সদস্যের একটি দল এই টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে। বাংলাদেশ থেকে অংশ নেওয়া দলটির নাম ‘বাংলাদেশ লইয়ার্স ফুটবল ক্লাব (বিএলএফসি)’।
বিএলএফসি দলে যারা রয়েছেন—বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় অ্যাডভোকেট জিল্লুরর হমান লাজুক, ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, ঢাকা ট্রিবিউনের কোর্ট রিপোর্টার ও কোর্ট রিপোর্টাস অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. সানাউল ইসলাম টিপু, বাংলাদেশ সুপ্রিম কোর্টে বার অ্যাসোসিয়েশনের সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহফুজ বিন ইউসুফ, অ্যাডভোকেট মকলেসুর রহমান, অ্যাডভোকেট আশরাফ সিদ্দিকী, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন, অ্যাডভোকেট মোহাম্মদ ইয়াসিন, অ্যাডভোকেট নাজমুল হক, অ্যাডভোকেট সাইফুল ইসলাম, অ্যাডভোকেট আব্দুল হান্নান, অ্যাডভোকেট মনির হোসেন, অ্যাডভোকেট আব্দুল্লাহ আলমাহমুদ, অ্যাডভোকেট ব্যরিস্টার তান জির খাঁন।