বার্সার টানা তিন হার

বার্সার হার
বার্সার হার  © সংগৃহীত

ঘরের মাঠে টানা তিন ম্যাচ পরাজয়ের স্বাদ গ্রহণ করলো বার্সেলোনা। বার্সার পরাজয়ে লিগ শিরোপা জয়ের আরও কাছে পৌঁছে গেছে রিয়াল মাদ্রিদ। মুকুট পুনরুদ্ধার করতে বাকি পাঁচ ম্যাচে রিয়ালের প্রয়োজন মাত্র ১ পয়েন্ট। রবিবার ঘরের মাঠ ন্যু ক্যাম্পে রায়ো ভাইয়েকানোর কাছে ০-১ গোলে হেরে মাঠ ছাড়ে বার্সা।

এর আগে লিগে ভাইয়েকানোর বিপক্ষে দুবার হারে বার্সেলোনা। গত অক্টোবরে দলটির মাঠে একই ব্যবধানে হারের পরপরই বরখাস্ত হন তখনকার কোচ রোনাল্ড কুমান। এ নিয়ে ন্যু ক্যাম্পে বার্সেলোনা টানা তিন ম্যাচে হারল। ইউরোপা লিগের কোয়ার্টার-ফাইনালের দ্বিতীয় লেগে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে ৩-২ গোলে, এরপর লিগে কাদিসের বিপক্ষে ১-০ ব্যবধানে হেরেছিল তারা।

আরও পড়ুন- নাহিদকে কুপিয়েছে ইমন, অস্ত্রধারীদের নেতৃত্বে ছিলেন জসিম

ম্যাচের সপ্তম মিনিটেই স্বাগতিক দর্শকদের স্তব্ধ করে এগিয়ে যায় ভাইয়েকানো। সতীর্থের লম্বা করে বাড়ানো বল ডি-বক্সের সামনে দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে ভেতরে ঢুকে পড়েন আলভারো গার্সিয়া। এরপর ডান পায়ের শটে কাছের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন এই স্প্যানিশ ফরোয়ার্ড। গোল খেয়ে প্রতিপক্ষের ওপর চাপ বাড়ালেও শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিক বার্সা।

এ হারে ৩৩ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে বার্সা। অপরদিকে, শিরোপা থেকে দূরে থাকা ৩৩ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৭৮।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence