‘সাকিবকে রিকোয়েস্ট করার কিছুই নেই, ওতো আমাদের এমপ্লয়ি’
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ০৮ মার্চ ২০২২, ০৬:৩৪ PM , আপডেট: ০৮ মার্চ ২০২২, ০৬:৩৪ PM
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভেলপমেন্ট কমিটির প্রধান এবং জাতীয় ক্রিকেট দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলেছেন, ‘কেউ যদি খেলতে না চায় তার জন্য বাংলাদেশ দল বসে থাকবে এটা ভুল চিন্তা। ওকে রিকোয়েস্ট করার কিছুই নেই, ও তো আমাদের এমপ্লয়ি।’
মঙ্গলবার (৮ মার্চ) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। সুজন বলেন, ‘সাকিব যদি খেলতে না চায়, বিসিবি ডোন্ট কেয়ার।’
সাকিবের এখন থামার সময় হয়েছে বলে মনে করছেন খালেদ মাহমুদ সুজন। তিনি বলেন, ‘সাকিব বিসিবি চালাতে পারে না। সে বলতে পারে না, আমি আজ খেলব কাল খেলব না।’
আরও পড়ুন: এবার ঈদে ৯ দিনের ছুটি! তবে...
সাকিব ছাড়াও এ মুহূর্তে তামিম ইকবাল ছয় মাসের জন্য টি-টোয়েন্টি থেকে বিরতি নিয়েছেন এবং মুস্তাফিজুর রহমান ঘোষণা দিয়েছেন যতদিন বায়ো-বাবল থাকবে তিনি টেস্ট ক্রিকেট খেলবেন না। সাকিবের বিরুদ্ধে এখন অভিযোগ উঠেছে, সাকিব নিজের অবস্থান স্পষ্ট করছেন না।
খালেদ মাহমুদ সুজন বলেন, ‘একজন খেলোয়াড় যখন একটানা বায়ো-বাবলের মধ্যে থাকে, তখন সে ব্রেক চাইতেই পারে। তবে সাকিব এটা আরো আগেই বলতে পারতো।’