ডট বলের বিশ্বরেকর্ড গড়লেন সাকিব

ডট বলের বিশ্বরেকর্ড গড়লেন সাকিব
ডট বলের বিশ্বরেকর্ড গড়লেন সাকিব  © সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে নতুন এক রেকর্ড করেছেন সাকিব আল হাসান। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেট নেওয়ার মাইলফলক আগেই ছুঁয়েছেন, এবার ‘ডট বল’ দেওয়ার ক্ষেত্রেও করে ফেলেছেন বিশ্ব রেকর্ড। সঙ্গে জায়গা করে নিয়েছেন বোলারদের এলিট ক্লাবে।

আজ বৃহস্পতিবার আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে সাকিব ৬ বলে ৫ রান করে আউট হন। তবে বল হাতে তিনি খারাপ করেননি। ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট।

এদিনের ম্যাচে সাকিবের দেওয়া ডট বল ছিল ১১টি। এর মাধ্যমেই তিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ডট বলের রেকর্ড গড়েছেন। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শুরুর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ‘বোলার’ সাকিবের ডট বল ছিল ৮২১টি। আজ সেই সংখ্যাটা ৮৩২ ছুঁয়েছে। এতে পেছনে পড়ে গেছেন ৮৩০টি ডট বল করার মালিক শহিদ আফ্রিদি।

এই বিশ্বরেকর্ডের তালিকায় তিন নম্বরে আছেন নিউজিল্যান্ডের টিম সাউদি (৭৯১)। চতুর্থ স্থানে থাকা শ্রীলঙ্কার সাবেক গতি তারকা লাসিথ মালিঙ্গা ডট বল করেছেন ৭১৩টি। এ ছাড়া পঞ্চম স্থানে আছেন আফগানিস্তানের মোহাম্মদ নবি (৬২৭টি)। এই ম্যাচেই সাকিব বিশ্বের নবম বোলার হিসেবে রঙিন পোশাকে ৪০০ উইকেট শিকার করেছেন। ওয়ানডে আর টি-টোয়েন্টি মিলিয়ে তার উইকেট এখন ৪০১টি।

আরও পড়ুন: আফগানদের উড়িয়ে টাইগারদের দূর্দান্ত জয়

এদিকে, আফগানদের উড়িয়ে দূর্দান্ত জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজের সূচনা করলো বাংলাদেশের টাইগাররা। বাংলেদেশের ছুঁড়ে দেওয়া ১৫৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নাসুম আহমেদের ঘূর্ণিতে কুপোকাত আফগান ব্যাটিং অর্ডার। নাসুমের চার উইকেটের সঙ্গে তিনটি উইকেট নেন শরিফুল ইসলাম।

বাংলাদেশের স্কোরটা টি-টোয়েন্টি হিসেবে খুব একটা মানানসই ছিল না। তবে টাইগার ব্যাটাররা ব্যাট করার সময়ই দেখা গিয়েছিল উইকেট স্লো। যে কারণে সমর্থকরা আশায় বুক বেধেছিলেন, এই ১৫৫ রানও যথেষ্ট হবে বাংলাদেশের জন্য।

বোলাররা সেটাই প্রমাণ করলেন। বিশেষ করে নাসুম আহমেদ। অসাধারণ বোলিং করলেন সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান এবং শরিফুল ইসলামও। বোলারদের অসাধারণ বোলিংয়ে আফগানিস্তানকে ১৭.৪ ওভারে মাত্র ৯৪ রানেই বেধে ফেললো বাংলাদেশ। সে সঙ্গে জয় এলো ৬১ রানের বড় ব্যবধানে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence