আইপিএলে যাদের দাম সবচেয়ে বেশি

আইপিএল নিলাম এবার বসেছে বেঙ্গালুরুতে।
আইপিএল নিলাম এবার বসেছে বেঙ্গালুরুতে।  © সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে সবচেয়ে বেশি দামে বিক্রিত খেলোয়াড়ের মূল্য অনেককে অবাক করেছে। যার দাম ১৫.২৫ কোটি রুপিতে গিয়ে ঠেকেছে, তিনি ভারতীয় ব্যাটসম্যান ঈশান কিষান। তাকে দলে পেতে মুম্বাই ইন্ডিয়ানকে সবচেয়ে বেশি অর্থ খরচ করতে হয়েছে।

শনিবার (১২ ফেব্রুয়ারি) কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে আইপিএলের প্রথম ‍দিনের নিলাম অনুষ্ঠিত হয়।

দুই দিনব্যাপী এই নিলামে ১০টি ফ্র্যাঞ্চাইজি টিমের সামনে ক্রয়ের জন্য থাকবে ৫৯০ জন খেলোয়াড়। এতে প্রথম দিনের নিলামে ১৬১ জন খেলোয়াড়ের দলবদল হওয়ার কথা থাকলেও হয়েছে মাত্র ৯৬ জন খেলোয়াড়ের দলবদল। এর মধ্যে এবারের নিলামের ১ম ‍দিনে অনেক বড় বড় তারকাও পায়নি কোনো দল।

আরও পড়ুন: এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ

এরপরেই সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছেন দীপক চাহার। তাকে দলে পেতে চেন্নাই কিংস ব্যয় করেছে ১৪ কোটি রুপি। তৃতীয় সর্বোচ্চ দামে বিক্রিত খেলোয়ার শ্রেয়াস আইয়ারকে পেতে কলকাতা খরচ করেছে ১২.২৫ কোটি রুপি।

সবচেয়ে বেশি দামে বিক্রিত হয়েছেন অর্থাৎ যারা ১০ কোটি রুপির বেশি দাম পেয়েছেন এমন দশজনের মধ্যে রয়েছেন প্রসিধ কৃষ্ণা, হার্শাল প্যাটেল, আবেশ খান ও লকি ফার্গুসনের মতো পেসারদের পাশাপাশি লঙ্কান স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও ওয়েস্ট ইন্ডিজের উইকেটরক্ষক ব্যাটসম্যান নিকোলাস পুরান।


সর্বশেষ সংবাদ