ভারতকে হারিয়ে শীর্ষে বাংলাদেশ

ভারতকে হারিয়ে শীর্ষে বাংলাদেশ
ভারতকে হারিয়ে শীর্ষে বাংলাদেশ  © ফাইল ফটো

নেপালের সঙ্গে ড্রয়ের পর ভুটানকে হারিয়ে জয়ে ফিরেছিল বাংলাদেশের মেয়েরা। এবার ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এলেন তহুরা-মারিয়ারা।

শুক্রবার (১৭ ডিসেম্বর) কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ১-০ গোলে জিতেছে বাংলাদেশ। ম্যাচের শুরুতেই স্পট কিক থেকে জয়সূচক গোলটি করেন শামসুন্নাহার সিনিয়র।

আরও পড়ুন: হ্যাকারদের নজরদারিতে ফেসবুকের ৫০ হাজার অ্যাকাউন্ট

ম্যাচের ষষ্ঠ মিনিটেই গোলের সুবর্ণ সুযোগ পেয়ে যায় বাংলাদেশ। ভারতের ডি-বক্সে বাংলাদেশের তহুরা খাতুন হন ফাউলের শিকার। স্পট-কিক থেকে লক্ষ্যভেদ করে সুযোগ হাতছাড়া করেননি শামসুন্নাহার সিনিয়র। তার গোলই পরে গড়ে দেয় ম্যাচের ভাগ্য।

প্রথমার্ধের ৩৭তম মিনিটে আঁখি খাতুনের ফ্রি-কিক ভারতের গোলরক্ষক কর্নারের বিনিময়ে রক্ষা করলে ব্যবধান বাড়েনি বাংলাদেশের। বিরতির পর ম্যাচের ৫৭তম মিনিটে নিলুফা ইয়াসমিনের হেডও খুঁজে পায়নি জাল।

আরও পড়ুন: কাল থেকে শৈত্যপ্রবাহ শুরু, ৫ ডিগ্রিতে নামতে পারে তাপমাত্রা

মরিয়া ভারত শেষদিকে বেশ কিছু সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়। বিশেষ করে, সুমতি কুমারী করেন হতাশ। ৬৩তম মিনিটে গোলপোস্ট ছেড়ে বেরিয়ে আসা বাংলাদেশ গোলরক্ষক রুপনা চাকমার মাথার উপর দিয়ে লক্ষ্যভ্রষ্ট শট নেন তিনি। এরপর ৭৩তম মিনিটে আবার সুযোগ নষ্ট করেন সুমতি।


সর্বশেষ সংবাদ