এটা দেখে ভাষা হারিয়ে ফেলেছি: লিটনের স্ত্রী

লিটন দাসের মাঠের পারফরম্যান্স নিয়ে এমন বিজ্ঞাপনী প্রচারণায় মনক্ষুণ্ণ হয়েছেন তার স্ত্রী দেবশ্রী বিশ্বাস সঞ্চিতা
লিটন দাসের মাঠের পারফরম্যান্স নিয়ে এমন বিজ্ঞাপনী প্রচারণায় মনক্ষুণ্ণ হয়েছেন তার স্ত্রী দেবশ্রী বিশ্বাস সঞ্চিতা  © ফাইল ছবি

ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩ রানে হারলেও সামাজিক মাধ্যমে আলোচনার শীর্ষে রয়েছে লিটন দাসের রানের ওপর ডিসকাউন্টের নানান পণ্য বিক্রির অফার। এই তালিকায় রয়েছে পোশাক, খাবার, বই, ইলেকট্রনিক পণ্যসহ দৈনন্দিন জিনিসপত্র। ডিসকাউন্টের এই অফারকে বলা হচ্ছে ‘লিটন অফার’।

ফেসবুকে জার্সি বিক্রয়কারী প্রতিষ্ঠান ‘জার্সি ওয়ালা’ লিটন দাসের রানের ওপর ডিসকাউন্টের ঘোষণা দিয়ে বলেছে, ‘‘আজকে লিটন দাস যত রান করবে রিয়াল মাদ্রিদ আর বায়ার্ণ মিউনিখের জার্সিতে তত টাকা ছাড়।’’

শুধু ‘জার্সি ওয়ালা’ না, গতকাল শুক্রবার বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ চলাকালে পুরো ফেসবুকজুড়ে ‘লিটন অফারে’ ছেয়ে গেছে। বিশেষ করে অনলাইনে যারা এরকম বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করেন তারা দীর্ঘদিন পর লিটনের রানে ফেরার সুযোগকে অফার হিসাবে কাজে লাগানোর চেষ্টা করেছেন।

পড়ুন: লিটনের রানে ডিসকাউন্টের হিড়িক!

লিটন দাসের মাঠের পারফরম্যান্স নিয়ে এমন বিজ্ঞাপনী প্রচারণায় মনক্ষুণ্ণ হয়েছেন তার স্ত্রী দেবশ্রী বিশ্বাস সঞ্চিতা।

শুক্রবার রাতে ফেসবুকে ক্ষোভ উগড়ে দিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। সঞ্চিতা লিখেছেন, ব্যাপারটা হল, প্রতিবার কেউ ক্যাচ মিস করলে বা খারাপ স্কোর করলে এটা আসল সমস্যা নয়। কখনও কখনও সমস্যা শুধুমাত্র নির্দিষ্ট ব্যক্তি বা তার নামের সঙ্গে হয়! লোকেদের উপহাস করা বা মেম তৈরি করা দেখতে আমাদের জন্য তেমন কষ্টের নয়। কারণ আমরা ইতিমধ্যেই এটিতে অভ্যস্ত।

তিনি লিখেছেন, কিন্তু যখন আমি দেখি যে, কিছু ব্যবসায়িক পেজ যারা তার (লিটন দাস) নাম ব্যবহার করে বা পরোক্ষভাবে তার খারাপ পারফরম্যান্সের জন্য প্রার্থনা করে তাদের ব্যবসা চালানোর চেষ্টা করছে। এটা দেখে আমি আমার ভাষা হারিয়ে ফেলেছি। কল্পনা করুন এতটা দুষ্টু এবং নিচু মনের মানুষ হয়! আপনি প্রার্থনা করছেন একজন খেলোয়াড় যেন আপনার ব্যবসায়িক কৌশলের জন্য ম্যাচে খারাপ স্কোর করুক! ছি: ছি: কি লজ্জার ব্যাপার এটা!!!


সর্বশেষ সংবাদ