তামিম ইকবালের শূন্যতা কি পূরণ হবে?

০৯ সেপ্টেম্বর ২০২১, ০২:৫২ PM
তামিম ইকবাল

তামিম ইকবাল © ফাইল ফটো

অনেকদিন ধরে টি-২০তে না থাকাকে প্রধান কারণ দেখিয়ে আসন্ন টি-২০ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল—এমন ঘোষণায় ক্রিকেট ভক্তদের মাথায় যেন আকাশ ভেঙ্গে পড়ার মতো অবস্থা। তামিমের এমন ঘোষণায় সামাজিক যোগাযোগ মাধ্যমে পক্ষে-বিপক্ষে চলছে মিশ্র প্রতিক্রিয়া। তামিম ছাড়া কেমন হবে বাংলাদেশের টি-২০ বিশ্বকাপ— তা নিয়ে চলছে আলোচনা-বিতর্ক।

আরও পড়ুন- বিশ্বকাপের দল থেকে সরে দাঁড়ানোর ঘোষণা তামিমের

সব ফরম্যাটেই তামিম ইকবাল অভিজ্ঞ একজন খেলোয়াড়ের নাম। বিশ্বকাপের জন্য ঘোষিত দলে নতুনদের সুযোগ দেওয়ার রীতি থাকলেও মূলত প্রাধান্য দেওয়া হয় অভিজ্ঞ খেলোয়াড়দের।  

বাংলাদেশ দলের বাঁহাতি এ ওপেনার ২০০৭ সাল থেকে ২০২০ পর্যন্ত মোট ৭৮টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেন।  যার মধ্যে-

* শতক ১ টি
* অর্ধশত ৭টি
* মোট রান-১৭৫৮
* গড় রান : ২৪.৮
* চার মেরেছেন : ১৮৮টি
* ছক্কা হাঁকিয়েছেন : ৪২টি
* ১৬ ম্যাচে করেছেন ইনিংসের সর্বোচ্চ রান
*স্ট্রাইক রেট : ১১৬.৯৭
*  ক্যাচ ধরেছেন : ১৮টি; সর্বোচ্চ ২টি। 

উপরের তথ্যগুলো বলছে, তামিম বাংলাদেশ জাতীয় দলে কতটুকু নির্ভরযোগ্য একজন ক্রিকেটার। যদিও অতি সম্প্রতি বিশ্বকাপের জন্য ঘোষিত ১৫ সদস্যের দল থেকে বাদ পড়েছে তামিম ইকবালের নাম, জায়গা হয়েছে নাসুম আহমেদ এবং শামীম পাটওয়ারীর। 

তবে প্রশ্ন থেকেই যায়- তামিমের শূন্যতা কি পূরণ করতে পারবেন অন্য কেউ?

জামায়াত আমিরের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে আপত্তিকর পোস্ট, …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
শেরপুরের ঘটনার রেশ ধরে ঢাবিতে বিএনপির শীর্ষ নেতার নামে স্লো…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
কর্ণফুলীতে শতাধিক বিএনপি নেতাকর্মীর জামায়াতে যোগদান
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
মিরসরাইয়ে এক সপ্তাহে ৭ স্থানে আগুন, রাত জেগে গ্রাম পাহারা
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
দুই প্রভাষক নিয়োগ দেবে ঢাবির মৎস্যবিজ্ঞান বিভাগ, আবেদন শেষ …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন বিএনপির এক ব্যবসায়ী
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬