ব্রাহ্মণবাড়িয়ার ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মারামারি, আহত ৪

ব্রাহ্মণবাড়িয়ায় ব্রাজিল–আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষে আহত ৪
ব্রাহ্মণবাড়িয়ায় ব্রাজিল–আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষে আহত ৪  © সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় ফুটবল খেলা নিয়ে বাকবিতন্ডার জেরে ব্রাজিল ও আর্জেন্টিনার ফুটবল সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি মারামারির ঘটনা ঘটেছে।এতে উভয় পক্ষের চার জন আহত হয়েছেন। 

জানা গেছে, কোপা আমেরিকার ব্রাজিল বনাম পেরুর মধ্যকার সেমিফাইনাল খেলায় ব্রাজিল ১-০ গোলে জয়ী হয়। খেলা শেষে মঙ্গলবার (৬ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে ব্রাজিল সমর্থক রেজাউলের সাথে একই এলাকার আব্দুর রউফ মিয়ার ছেলে আর্জেন্টিনার সমর্থক মো. জীবন মিয়ার খেলা নিয়ে তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে তারা হাতাহাতিতে জড়িয়ে পরলে স্থানীয়দের মধ্যস্থতায় তাদের ফিরিয়ে দেওয়া হয়।  

এরপর মঙ্গলবার বিকালে রেজাউলের চাচা নওয়াব মিয়া (৬০) দামচাইল বাজার এলাকার জমিতে গরুর জন্য ঘাস কাটতে যান। সকালের ঘটনার জেরে আর্জেন্টিনার সমর্থক জীবন মিয়া ও তার সহযোগী আব্দুর রহমান ও সেলিম মিয়াসহ ৪-৫ জন যুবক তাকে একা পেয়ে মারধর করেন। পরে স্থানীয়রা এগিয়ে গেলে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে স্থানীয় লোকজন চিকিৎসার জন্য তাঁকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান।

এদিকে এ ঘটনার জেরে মঙ্গলবার রাত ৯টার দিকে ব্রাজিলের সমর্থক রেজাউলের লোকজন আর্জেন্টিনার সমর্থক জীবনের লোকজনকে বাজারে পেয়ে বেদম মারধর করেছে।  উপজেলার সাদেকপুর ইউনিয়নের দামচাইল গ্রামে এই ঘটনা ঘটেছে। আহতরা হলেন- জাকির মিয়া (৩২), সেলিম (৪৫) ও সৈয়দাবুর রহমান (৩৫)। তাদেরকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল ভর্তি করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পাল্টাপাল্টি হামলার ঘটনাটি আমরা জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতরা ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তবে এ বিষয়ে রাত পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence