আয়োজনে সম্মতি সুপ্রিম কোর্টের

শঙ্কার অবসান, ব্রাজিলেই কাল পর্দা উঠবে কোপা আমেরিকার

ব্রাজিলে অনুষ্ঠিত কোপা আমেরিকার ফিক্সচার
ব্রাজিলে অনুষ্ঠিত কোপা আমেরিকার ফিক্সচার  © সংগৃহীত

শঙ্কার অবসান ঘটিয়ে আগামীকাল রবিবার (১৩ জুন) দিবাগত রাতে পর্দা উঠবে কোপা আমেরিকার। অনেক কাঠখড় পুড়িয়ে শুরু হতে যাওয়া লাতিন আমেরিকার ফুটবল শ্রেষ্ঠত্বের আসরের এবারের আয়োজক ব্রাজিল।

স্বাগতিক ও বর্তমান চ্যাম্পিয়নদের ম্যাচ দিয়েই শুরুর হচ্ছে কোপার ৪৭তম আসর। আগামীকাল বাংলাদেশ সময় রাত ৩টায় স্বাগতিক দেশটির প্রতিপক্ষ ভেনেজুয়েলা।

সরকারবিরোধী আন্দোলনের কারণে শুরুতে কলম্বিয়া থেকে সরে যায় কোপার ৪৭তম আসর। এরপর করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় আর্জেন্টিনাও সরে যায় আয়োজন থেকে। অবশ্য যে কারণে আর্জেন্টিনা সরে গেল, সেই করোনা ব্রাজিলে আরও প্রকট হওয়ার পরও তারা আয়োজনের জন্য হাত বাড়ায়। তাতেই বাগড়া দেন সাবেক ও বর্তমান তারকারা। এরপর বিষয়টি আদালত অবধি যায়। কিন্তু কোপা আমেরিকা বন্ধ করার জন্য করা আবেদনে সাড়া দেননি ব্রাজিলের আদালত। সর্বশেষ গতকাল দেশটির সুপ্রিম কোর্ট আবেদনটি খারিজ করে দিয়েছেন।

ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসোনারো এই রায়কে স্বাগত জানিয়েছেন। তবে মহামারিবিদরা সতর্ক করেছেন সরকারকে। সংক্রমণ বিশেষজ্ঞ হোসে দাভিদ আরবায়েজ জানিয়েছেন, এই সময়ে এত বড় একটা টুর্নামেন্ট আয়োজন যে কত বড় পাগলামি, সেটা বলে বোঝানো কঠিন।

এদিকে কোপার জন্য শক্তিশালী দলই ঘোষণা করেছে ব্রাজিল ও আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইয়ে খেলা দুই ম্যাচের দলে শুধু একটি পরিবর্তন করেছে ব্রাজিল। আর লিওনেল মেসি, লাউতারো মার্তিনেজ, আনহেল দি মারিয়াদের নিলেও আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি বাদ দিয়েছেন লুকাস ওকাম্পোস ও হুয়ান ফয়েথকে।


সর্বশেষ সংবাদ