আইপিএলে বিরল রেকর্ড গড়লেন গেইল

১২ এপ্রিল ২০২১, ১০:২২ PM
আইপিএলে বিরল রেকর্ড গড়েছেন ক্রিস গেইল

আইপিএলে বিরল রেকর্ড গড়েছেন ক্রিস গেইল © ইন্টারনেট

প্রয়োজন ছিল একটি ছক্কার। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ইনিংসের অষ্টম ওভারে বেন স্টোকসের তৃতীয় বল গ্যালারিতে ফেলে মাইলস্টোন ছুঁয়ে ফেলেন ক্রিস গেইল। অফ-স্টাম্পের বাইরের বলে পুল করে ছক্কা হাঁকানোর সঙ্গে সঙ্গে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে একমাত্র ক্রিকেটার হিসেবে ৩৫০টি ছক্কা মারার রেকর্ড গড়েন গেইল।

পরের ওভারে রাহুল তেওয়াটিয়ার বলেও একটি ছক্কা মারেন গেইল। শেষমেশ চারটি চার ও দুটি ছক্কার সাহায্যে ২৮ বলে ৪০ রান করে সাজঘরে ফেরেন তিনি। এ দুটি ছক্কার সুবাদে আইপিএলের ১৩৩ ম্যাচের ১৩২ ইনিংসে মোট ৩৫১টি ছক্কা মারলেন দ্য ইউনিভার্স বস।

এ নিরিখে তাঁর ধারেকাছে কেউ নেই। এমনকি গেইল ছাড়া আইপিএলে আর কেউ ২৫০টি ছক্কার গণ্ডিও ছুঁতে পারেননি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সবথেকে বেশি ছক্কা মারার রেকর্ড বেশ কিছুদিন ধরেই নিজের দখলে রেখেছেন ক্রিস গেইল।

তাঁর পেছনে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন এবি ডি ভিলিয়র্স। তিনি ১৭০টি ম্যাচে ১৫৭ ইনিংসে মেরেছেন ২৩৭টি ছক্কা। তালিকায় তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন যথাক্রমে মহেন্দ্র সিং ধোনি (২১৬) রোহিত শর্মা (২১৪) ও বিরাট কোহলি (২০১)। খবর: হিন্দুস্তান টাইমস।

পে স্কেল কী হবে?
  • ৩১ জানুয়ারি ২০২৬
ইসির অনলাইন কার্ড আবেদনে কয়েক হাজার সাংবাদিকের তথ্য ফাঁস 
  • ৩১ জানুয়ারি ২০২৬
মিরপুর স্টেডিয়ামে সাংবাদিকদের প্রবেশে নানা বিধিনিষেধ
  • ৩১ জানুয়ারি ২০২৬
ত্বক গ্লো করতে জাদুকরি মাধ্যম ‘স্কোয়ালেন’, ​ব্যবহার করবেন ক…
  • ৩১ জানুয়ারি ২০২৬
এবার সেনাবাহিনী-পুলিশ-র‍্যাবকে নিয়ে পোস্ট জামায়াত আমিরের
  • ৩১ জানুয়ারি ২০২৬
ক্যাশিয়ার নিয়োগ দেবে মীনা বাজার, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ৩১ জানুয়ারি ২০২৬