চ্যাম্পিয়ন্স ট্রফি জিতিয়েই ক্রিকেটকে বিদায় রোহিত শর্মার?

রোহিত শর্মা
রোহিত শর্মা  © ফাইল ফটো

রোহিত শার্মার ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে জল্পনা-কল্পনা চলছে অনেক দিন ধরেই। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের আগে সেই আলোচনা উচ্চকিত হয়েছে আরও। এমন গুঞ্জনও শোনা যাচ্ছে, শিরোপা নির্ধারণী ম্যাচটি শেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেবেন ভারত অধিনায়ক। তবে এমন কিছু শোনেননি বলে জানালেন রোহিতের ডেপুটি শুবমান গিল।

২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর এই সংস্করণ থেকে জাতীয় দলকে বিদায় বলে দেন রোহিত। এরপর চলতি বছরের শুরুতে ফর্ম খরায় অস্ট্রেলিয়া সফরের শেষ টেস্ট থেকে যখন সরে দাঁড়ান তিনি, তখন থেকে তার ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে শুরু হয় আলোচনা।

রোহিত অবশ্য তখন পরিষ্কার করে বলেছিলেন, অবসর কিংবা নেতৃত্ব ছাড়ছেন না তিনি। নিজেকে সরিয়ে নেওয়ার কারণ হিসেবে উল্লেখ করেছিলেন, রান করতে না পারার বিষয়টি। ওই সফরে তিন টেস্টের পাঁচ ইনিংসে মোট ৩১ রান করতে পেরেছিলেন তিনি। বোর্ডার-গাভাস্কার সিরিজের আগে ঘরের মাঠে নিউ জিল্যান্ডের বিপক্ষে তিন টেস্টে এক ফিফটিতে তার ব্যাট থেকে এসেছিল কেবল ৯১ রান।

ওয়ানডেতেও সেরা চেহারায় দেখা যাচ্ছে না রোহিতকে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে অবশ্য একটি সেঞ্চুরি করেছিলেন। কিন্তু বৈশ্বিক আসরে এসে নিজেকে আবার হারিয়ে ফেলেছেন তিনি। অতি আক্রমণাত্মক ব্যাটিং করতে গিয়েই কি বড় ইনিংস খেলতে পারছেন না, এমন প্রশ্নও উঠেছে। আসরে চার ম্যাচে একবারও পঞ্চাশ ছুঁতে পারেননি তিনি।

ফর্মের খোঁজে থাকা রোহিতকে নিয়ে সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে ‘দৈনিক জাগরণ’ নামের একটি সংবাদ মাধ্যম। সেখানে লেখা হয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে হেরে গেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে নেবেন ভারতের তারকা ওপেনার। প্রতিবেদনটিতে আরও লেখা হয়েছে, এমনকি ভারত শিরোপা জিতলেও ক্যারিয়ার নিয়ে কী ভাববেন তিনি, তার কোনো নিশ্চয়তা নেই।

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে রোববার নিউ জিল্যান্ডের মুখোমুখি হবে ভারত। আগের দিন সংবাদ সম্মেলনে দলটির প্রতিনিধি হয়ে আসা শুবমান গিলকে প্রশ্ন করা হয় রোহিতের ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে।

ভারতীয় ওপেনার গিল সরাসরি জানিয়ে দেন, এসব নিয়ে দলের মধ্যে কোনো আলোচনা হয়নি। তিনি বলেন, আমাদের সব আলোচনা ফাইনাল ও শিরোপা জয় নিয়ে হয়েছে। তার (রোহিত) এমন কোনো সিদ্ধান্তের বিষয়ে আমাকে ও দলকে কিছুই জানানো হয়নি। রোহিত ভাই এই মুহূর্তে এসব নিয়ে ভাববেন না। আমার মনে হয়, কাল ম্যাচ শেষ হয়ে গেলে তিনি একটা সিদ্ধান্ত নেবেন। দলের মধ্যে এনিয়ে কোনো কথা হচ্ছে না।

সংবাদ সম্মেলন থেকে বেরিয় যাওয়ার পথে আচমকা হয়তো গিলের মনে উঁকি দেয়, ম্যাচ শেষ হয়ে গেলে একটা সিদ্ধান্ত নেবেন, এই কথাটি জল্পনার পালে আরও হাওয়া দিতে পারে। তাই আবার ফিরে এসে তিনি সংবাদকর্মীদের অনুরোধ করেন, এই কথাটি যেন ভুলভাবে উপস্থাপন করা না হয়।

ভারতের বিপক্ষে সেমি-ফাইনালে হেরে ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান স্টিভেন স্মিথ। এই টুর্নামেন্টে প্যাট কামিন্সের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থতায় কদিন আগে ৫০ ওভারের সংস্করণ থেকে অবসরের ঘোষণা দেন বাংলাদেশের অভিজ্ঞ কিপার-ব্যাটসম্যান মুশফিকুর রহিমও।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence