ওজু ছাড়া ব্যাট-বল ধরেন না মুশফিক: স্ত্রীর আবেগঘন পোস্ট

মুশফিক ও তার পরিবার
মুশফিক ও তার পরিবার  © সংগৃহীত

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিম আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। দীর্ঘ ১৮ বছরের ক্যারিয়ার শেষে ওয়ানডেতে তার পথচলা থামলেও, তার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা কমেনি পরিবারের। বিশেষ করে স্ত্রী জান্নাতুল কেফায়েত মন্ডি আবেগঘন এক ফেসবুক পোস্টে লেখেন, ‘মুশফিক ওজু ছাড়া কখনো ব্যাট বা বল ধরেন না।’  

মুশফিকের অবসরের দিনে ফেসবুকে এক দীর্ঘ পোস্টে মন্ডি লিখেছেন, ‘ওয়ানডে ক্রিকেট থেকে তোমার বিদায় আনন্দের হোক, এই প্রত্যাশা করি। অসাধারণ ওয়ানডে ক্যারিয়ার পার করেছ তুমি। নিজে সন্তুষ্ট না হওয়া পর্যন্ত তোমাকে কখনো থামতে দেখিনি। গুরুত্বপূর্ণ ম্যাচে ভাঙা পাঁজর নিয়েও খেলেছ, একসঙ্গে ২০টা পর্যন্ত ব্যথানাশক খেয়েছ। সবসময় নিজের জন্য নয়, বরং দেশ ও দলের জন্য খেলেছ।’  

পরিবারের প্রতি মুশফিকের ভালোবাসা ও তার বিশ্বাসের বিষয়টি তুলে ধরে মন্ডি আরও লিখেছেন, ‘তুমি একজন সৎ ও অনন্য মানুষ। ওজু ছাড়া কখনো ব্যাট-বল স্পর্শ করো না। তুমি অসাধারণ একজন পারিবারিক মানুষ। বাচ্চাদের খুব প্রিয় একজন। আমার চাওয়া, আমাদের ছেলে শাহরোজ তোমাকে আদর্শ হিসেবে বেছে নিক।’  

সমালোচকদের উদ্দেশ্যেও কঠোর বার্তা দিয়েছেন মুশফিকের স্ত্রী। তিনি লিখেছেন, ‘জানি, এটি তোমার জন্য কঠিন সিদ্ধান্ত। তবে আরও ভালো সময় অপেক্ষা করছে তোমার জন্য। এখন পর্যন্ত যা কিছু করেছ, তাতে পরিবার তোমার প্রতি পুরোপুরি সন্তুষ্ট। কিন্তু দুঃখজনকভাবে, সবাই যে তোমাকে ইতিবাচকভাবে নেবে, এমন নয়। তবু আমি শুধু এটুকু বলতে চাই— সমালোচনা করবেন, কিন্তু এমনভাবে নয় যে, কেউ নামাজের পাটিতে বসে কাঁদতে বাধ্য হয়। আমরাও মানুষ।’  

মুশফিকের ওয়ানডে থেকে অবসর নেওয়ার পর ক্রিকেটাঙ্গনে তার অবদান নিয়ে আলোচনা শুরু হয়েছে। সতীর্থ থেকে ভক্ত— সবাই তার ক্যারিয়ারের প্রশংসা করছেন। বাংলাদেশের হয়ে ২৬০টি ওয়ানডে খেলা মুশফিক ৭ হাজারের বেশি রান করেছেন, গড় ৩৭.৮৩। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি করার কৃতিত্বও তার।


সর্বশেষ সংবাদ