ম্যাচ শেষে মেসির অটোগ্রাফ চাওয়ায় শাস্তি পেলেন রেফারি

লিওনেল মেসি
লিওনেল মেসি  © সংগৃহীত

লিওনেল মেসির কাছে অটোগ্রাফ চেয়ে বিপাকে পড়লেন মেক্সিকান রেফারি মার্কো আন্তনিও। এ কাজের জন্য শাস্তি পেতে হয়েছে তাকে। এ ঘটনায় ম্যাচ অফিশিয়ালদের বিধিমালা ভেঙেছেন বলে মনে করছে কনক্যাকাফ কর্তৃপক্ষ। তবে কী শাস্তি পেতে হয়েছে তা জানা  যায়নি।

কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স কাপের ম্যাচটিতে বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে (বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোরে) মুখোমুখি হয়েছিল ইন্টার মায়ামি ও স্পোর্টিং ক্যানসাস সিটি। ম্যাচ শেষেই ঘেটে এ ঘটনা।

রাউন্ড ওয়ানের প্রথম লেগে স্পোর্টিং কানসাস সিটিকে ১-০ গোলে হারানো ম্যাচের পর ম্যাচ শেষে মেসির কাছে রেফারি মার্কো আন্তনিও জার্সি চেয়েছেন বলে জানা গিয়েছিল। তীব্র ঠান্ডার ভেতরে মেসি মাঠে জার্সি না খুলে ড্রেসিংরুমে গিয়ে সেটা রেফারির হাতে তুলে দেন। 
কিন্তু পরে জানা গেছে, ইন্টার মায়ামি তারকার জার্সি নয় বরং অটোগ্রাফ চেয়েছিলেন তিনি।

ইএসপিএনও এক প্রতিবেদনে জানায়, পরিবারের বিশেষ চাহিদাসম্পন্ন এক সদস্যের জন্য মেসির জার্সি নয়, তার অটোগ্রাফ চেয়েছিলেন মার্কো আন্তনিও। আর এতেই তিনি কনক্যাকাফ অফিশিয়ালদের আচরণবিধি ভাঙার অভিযোগে দুষ্ট হয়েছেন।

কনক্যাকাফের মুখপাত্র ইএসপিএনকে বলেছেন, ‘ইন্টার মায়ামি ও স্পোর্টিং কানসাস সিটির মধ্যে কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপে গতকালের ম্যাচ শেষে রেফারি মার্কো আন্তনিও ওরতিজ নাভা ও লিওনেল মেসির মধ্যে যোগাযোগের বিষয়ে অবগত আছে কনক্যাকাফ। তদন্তের পর কনক্যাকাফ জানতে পেরেছে, পরিবারের বিশেষ চাহিদাসম্পন্ন এক সদস্যের জন্য মেসির কাছে অটোগ্রাফ চান রেফারি। এমন অনুরোধের ক্ষেত্রে যে প্রক্রিয়া এবং ম্যাচ অফিশিয়ালদের জন্য কনফেডারেশনসের যে আচরণবিধি, তার সঙ্গে রেফারির আচরণ সংগতিপূর্ণ হয়নি। রেফারি ভুল স্বীকার করে ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন এবং কনক্যাকাফের শাস্তি মেনে নিয়েছেন।’

স্পোর্টিং কানসাস সিটির পক্ষ থেকে বলা হয়, ‘ইন্টার মায়ামির সঙ্গে ম্যাচ শেষে ঘটনাটি আমরা এমএলএস ও কনক্যাকাফকে জানিয়েছি। ঘটনাটি আমলে নিয়ে কনক্যাকাফ কী ব্যবস্থা নেয়, আমরা তা দেখার অপেক্ষায় আছি।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence