দুর্দান্ত জয়ের পর যা বললেন মেসি

মেসি
মেসি  © সংগৃহীত

লিওনেল মেসি মানেই মাঠে উত্তেজনা, প্রতিপক্ষের জন্য দুঃস্বপ্ন! সেটাই দেখা গেল আবারও, যখন হন্ডুরাসের ক্লাব সিডি অলিম্পিয়াকে ৫-০ গোলে বিধ্বস্ত করল ইন্টার মায়ামি। প্রাক-মৌসুম প্রস্তুতির অংশ হিসেবে হন্ডুরাসে খেলতে গিয়ে দারুণ ছন্দে দেখা গেল মেসিকে। ম্যাচ শেষে হন্ডুরাসের ফুটবলপ্রেমীদের ভালোবাসায় মুগ্ধ হয়ে আবেগঘন বার্তা দিলেন এই বিশ্বকাপজয়ী তারকা।

হন্ডুরাসের মাঠে প্রথম থেকেই আধিপত্য বিস্তার করে মায়ামি। ম্যাচের প্রথম গোলটি আসে লিওনেল মেসির পা থেকে, যেখানে অ্যাসিস্ট করেন তার দীর্ঘদিনের সতীর্থ লুইস সুয়ারেজ। এরপর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে মায়ামি। তৃতীয় গোলেও মেসির সরাসরি অবদান ছিল, নোহা অ্যালেনকে চমৎকার অ্যাসিস্ট করেন তিনি। শেষ পর্যন্ত ৫-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্লোরিডার ক্লাবটি।

ম্যাচ শেষ হওয়ার পরই নিজের অফিসিয়াল ইনস্টাগ্রামে হন্ডুরাসের দর্শকদের ধন্যবাদ জানান মেসি। পোস্টে তিনি লেখেন ‘প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ কিছু মিনিট যোগ হলো। ধন্যবাদ হন্ডুরাস!’ তার এই বার্তায় বোঝা যায়, হন্ডুরাসের দর্শকদের ভালোবাসা ও আতিথেয়তায় মুগ্ধ হয়েছেন তিনি।

২০২৫ সালের এমএলএস মৌসুমে নিজেদের শক্ত অবস্থান তৈরি করতেই এমন আক্রমণাত্মক ফুটবল খেলছে মায়ামি। গতবার অপ্রত্যাশিতভাবে এমএলএস কাপ প্লে-অফ থেকে বিদায় নিয়েছিল তারা। এবার সেই ভুলের পুনরাবৃত্তি না করে, চ্যাম্পিয়নশিপের জন্য ঝাঁপিয়ে পড়তে চায় ডেভিড বেকহামের মালিকানাধীন দলটি।

মায়ামির পরবর্তী ম্যাচ হবে ১৪ ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডেতে ফ্লোরিডা ডার্বি, যেখানে তারা মুখোমুখি হবে ওরল্যান্ডো সিটির বিপক্ষে। এরপর ২২ ফেব্রুয়ারি নিউ ইয়র্ক সিটি এফসির বিপক্ষে ২০২৫ মৌসুমের প্রথম ম্যাচ খেলবে মেসির দল। এখন পর্যন্ত প্রাক-মৌসুম প্রস্তুতিতে তারা অপরাজিত রয়েছে, যা নতুন মৌসুমের জন্য শুভ সংকেত।

মেসির নেতৃত্বে ইন্টার মায়ামি কি পারবে এবারের মৌসুমে শিরোপার স্বাদ পেতে? ফুটবলপ্রেমীদের চোখ এখন সেই দিকেই!


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence