৬ গোল খেয়েও আর্জেন্টিনার ওপরে ব্রাজিল
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৩৮ PM , আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৪১ PM

আর্জেন্টিনার কাছে ৬ গোল হজম করে দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে আসর শুরু করেছিলো ব্রাজিল। এরপর গ্রুপ পর্বে হট ফেবারিট কলম্বিয়ার কাছেও হেরেছিল তারা। তবে চূড়ান্ত পর্বে প্রথম তিন ম্যাচ জিতে এখন ফাইনালের দিকে এগোচ্ছে তারা।
সোমবার (১০ ফেব্রুয়ারি) চূড়ান্ত পর্বের ম্যাচে ব্রাজিল ৩-১ গোলে হারিয়েছে প্যারাগুয়েকে। আর্জেন্টিনাও চূড়ান্ত পর্বের প্রথম তিন ম্যাচেই জয় পেয়েছে। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকার কারণে টেবিলে আর্জেন্টিনার উপরে রয়েছে ব্রাজিল।
গ্রুপ পর্বে শীর্ষে থাকা কলম্বিয়া অবশ্য চূড়ান্ত পর্বে এসে হেরেছে আর্জেন্টিনা ও ব্রাজিলের কাছে। ৩ ম্যাচে এক জয় নিয়ে কলম্বিয়া ও প্যারাগুয়ে যথাক্রমে তিন ও চার নম্বরে অবস্থান করছে। পাঁচ ও ছয়ে থাকা উরুগুয়ে ও চিলি এখন পর্যন্ত কোনো ম্যাচে জয়ের দেখা পায়নি।
আগামী শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) চূড়ান্ত পর্বের ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা। সেই ম্যাচ দিয়েই হয়তো মীমাংসা হবে শিরোপার।