বিপিএল উপস্থাপক ইয়াশাকে নিয়ে অপপ্রচার, যা ঘটেছিল

ইয়াশা সাগর
ইয়াশা সাগর  © সংগৃহীত

বাংলাদেশে বেড়াতে আসা একজন ভারতীয় পর্যটককে হয়রানি করা হয়েছে দাবিতে সম্প্রতি এক্সে (সাবেক টুইটার) ‘Kanglus found an Indian tourist and can’t stop harrasing her. Imagine the the rotten fish smell she has to gone through’ শীর্ষক শিরোনামে একটি ভিডিও প্রচার করা হয়েছে। পরে ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানারের অনুসন্ধানে উঠে এসেছে আসল ঘটনা।

প্রতিষ্ঠানটির প্রতিবেদনে জানা যায়, প্রচারিত ভিডিওতে বাংলাদেশে বেড়াতে আসা ভারতীয় পর্যটককে হয়রানির দৃশ্য নেই। বরং বিপিএলে চিটাগাং কিংসের হোস্ট (উপস্থাপক) ইয়াশা সাগরের সঙ্গে তার একজন ভক্তের ছবি তোলার সময় ধারণকৃত দৃশ্যকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে। এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করে এতে কাউকে হেনস্তাসংক্রান্ত কোনো দৃশ্য দেখা যায়নি।

প্রতিবেদনে আরো বলা হয়, পরবর্তী অনুসন্ধানে প্রচারিত ভিডিওটির একাধিক কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে সিলেটের স্থানীয় সংবাদমাধ্যম ‘Sylhetview’ এর ফেসবুক পেজে গত ১৩ জানুয়ারি, ২০২৫ এ ‘হাসি মুখে দর্শকদের সাথে সেলফি তুললেন ইয়াশা সাগর’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও (আর্কাইভ) পাওয়া যায়। ওই ভিডিওটির সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির তুলনা করলে হুবহু সাদৃশ্য পাওয়া যায়। 

পরবর্তীতে এ বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে মূলধারার জাতীয় গণমাধ্যম দৈনিক আমাদের সময়ের ওয়েবসাইটে গত ২ জানুয়ারি ‘বিপিএল মাতাচ্ছেন ইয়াশা’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদনটি থেকে জানা যায়, ভারতীয় বংশোদ্ভূত কানাডার মডেল-অভিনেত্রী, ফিটনেস ইনফ্লুয়েন্সার ও ক্রিকেট প্রেজেন্টার ইয়াশা সাগরকে চলমান বিপিএলে চট্টগ্রাম কিংসের ‘অফিশিয়াল হোস্ট’ (উপস্থাপক) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম বিডিক্রিকটাইম ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদন থেকেও এ বিষয়ে একই তথ্য জানা যায়। এ ছাড়া তার ইনস্টাগ্রাম পোস্ট এবং সময় টিভিতে তার দেওয়া সাক্ষাৎকারে তাকে বলতে দেখা যায় যে তিনি বাংলাদেশে তার সময় এবং কাজ উপভোগ করছেন। বিডিক্রিকটাইমের এক প্রতিবেদনে তাকে বাংলাদেশের আতিথেয়তার প্রশংসাও করতে দেখা যায়। অর্থাৎ আলোচিত ভিডিওর নারী বাংলাদেশে বেড়াতে আসা ভারতীয় পর্যটক নন এবং তিনি হয়রানিরও শিকার হননি।

সুতরাং বিপিএল হোস্ট (উপস্থাপক) ইয়াশা সাগরের সঙ্গে একজন ভক্তের ছবি তোলার সময় ধারণকৃত দৃশ্যকে বাংলাদেশে বেড়াতে আসা ভারতীয় পর্যটককে হয়রানির দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে, যা মিথ্যা।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence