বিপিএলের এলিট ক্লাবে মোস্তাফিজ
- টিডিএস স্পোর্টস
- প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ১১:৩৪ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৩:১৬ PM
৪ ওভারে খরচ করেছেন ৪৬ রান। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বেশ খরুচে বোলিংই করেছেন মোস্তাফিজুর রহমান। যদিও পেয়েছেন জাকির হাসান ও আরিফুল হকের উইকেট। চলতি আসরে খুব চোখে পড়ার মতো বোলিং না করলেও ঢাকা ক্যাপিটালসের হয়ে নিয়মিত উইকেটের দেখা পেয়েছেন কাটার মাস্টার নামে পরিচিতি পাওয়া মোস্তাফিজ।
চলতি আসরে ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচ বাদে বাকি সব ম্যাচেই একটি করে উইকেট পেয়েছেন মোস্তাফিজ। আগের ম্যাচে উইকেট না পাওয়ার সেই ধারা মিলিয়ে রাখতেই কি না, গতকাল সিলেটের বিপক্ষে পেলেন জোড়া শিকারের দেখা। এতে বিপিএলের ইতিহাসে মাত্র চতুর্থ বোলার হিসেবে ১০০ উইকেট শিকার করেছেন মোস্তাফিজ।
ফিজের আগে বিপিএলে ১০০ উইকেট পেয়েছেন সাকিব আল হাসান, তাসকিন আহমেদ ও রুবেল হোসেন। গতকালের ম্যাচের আগে ফিজের উইকেট ছিল ৯৯টি। জাকিরের উইকেট নিয়ে পূরণ করেন ১০০ উইকেট। এরপরেই পেয়েছেন নিজের ১০১তম উইকেট। বিপিএলে মাত্র তৃতীয় পেসার হিসেবে এই কীর্তি ফিজের।
মোস্তাফিজের মাইলফলক ছোঁয়ার দিনে ৬ রানে জয় পেয়েছে ঢাকা। আর সেই সুবাদে চলতি আসরে প্রথমবার ৭ম স্থান থেকে ওপরে উঠে এসেছে খালেদ মাহমুদ সুজনের দল।