দেশের ইতিহাসে প্রথম একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ০৭:১৭ PM , আপডেট: ১১ ডিসেম্বর ২০২৫, ০৭:২০ PM
দেশের রাজনৈতিক ইতিহাসে প্রথমবারের মতো একই দিনে ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন এ তফসিল ঘোষণা করেন। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে তার এই ভাষণ সম্প্রচার করা হয়।
এবারের জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট হবে সাদাকালো। আর গণভোটের ব্যালটের রং হবে গোলাপি। এবারই দেশের ইতিহাসে এ প্রথম গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
ঘোষিত তফসিল অনুযায়ী মূল তারিখগুলো হলো
নির্বাচন ও গণভোট–সংক্রান্ত সময়সূচি মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ: ২৯ ডিসেম্বর ২০২৫ (সোমবার)। মনোনয়নপত্র বাছাই: ৩০ ডিসেম্বর ২০২৫ (মঙ্গলবার) থেকে ৪ জানুয়ারি ২০২৬ (রবিবার)। রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের শেষ দিন: ১১ জানুয়ারি ২০২৬ (রবিবার)।
আপিল নিষ্পত্তি: ১২ জানুয়ারি ২০২৬ (সোমবার) থেকে ১৮ জানুয়ারি ২০২৬ (রবিবার)। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ: ২০ জানুয়ারি ২০২৬ (মঙ্গলবার)।চূড়ান্ত প্রার্থীতালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ: ২১ জানুয়ারি ২০২৬ (বুধবার) ও নির্বাচনী প্রচারণার সময়সীমা: ২২ জানুয়ারি ২০২৬ (বৃহস্পতিবার) থেকে ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে, অর্থাৎ ১০ ফেব্রুয়ারি ২০২৬ (মঙ্গলবার) সকাল পর্যন্ত।
এর আগে, সরকারের বর্ষপূর্তির প্রাক্কালে ২০২৫ সালের ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণে প্রধান উপদেষ্টা ঘোষণা দেন ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে। পরে জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোটের সিদ্ধান্ত হয়। ১৩ নভেম্বর প্রধান উপদেষ্টা ঘোষণা দেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনের দিনেই গণভোট হবে।
প্রসঙ্গত, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর ৮ আগস্ট অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু হয়।