বিপিএলে ম্যাচপ্রতি শরফুদ্দৌলা কত লাখ টাকা পাবেন, জানেন?
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ০৮:০১ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৪:১৮ PM
এবার বিপিএলের আম্পায়ারিং প্যানেলে যুক্ত হয়েছেন আন্তর্জাতিকভাবে প্রশংসিত বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার তিনি। যার ফলে তার পারিশ্রমিকটাও তাই অন্য আম্পায়ারদের তুলনায় অনেক বেশি। বিসিবির আম্পায়ার্স বিভাগের দায়িত্বে থাকা পরিচালক ইফতেখার আহমেদ জানিয়েছেন, এবারের বিপিএলে শরফুদ্দৌলা ম্যাচপ্রতি পারিশ্রিমক পাবেন দুই হাজার ডলার বা দুই লাখ তেতাল্লিশ হাজার টাকা।
চট্টগ্রামে চিটাগং কিংস–খুলনা টাইগার্সের ম্যাচ দিয়ে এবারের বিপিএলে মাঠে নেমেছেন আম্পায়ার সৈকত। টুর্নামেন্টে মোট ছয়টি ম্যাচে ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন তিনি। তবে আসন্ন ভারত–ইংল্যান্ড সিরিজে দায়িত্ব পালন করতে যাবেন বলে বিপিএলের ফাইনালে মাঠে দাঁড়ানো হবে না তার।
আইসিসির এলিট প্যানেলের এই আম্পায়ার গত কয়েক বছরে আন্তর্জাতিক অঙ্গনে দারুণ সুনাম কুড়িয়েছেন। সবশেষ ভারতের বিপক্ষে বর্ডার-গাভাস্কার ট্রফিতে যশস্বী জয়সওয়ালকে আউট দেওয়ার সময় তার সাহসী সিদ্ধান্ত ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।
গেল বছর আইসিসির এলিট প্যানেলে নাম লেখান শরফুদ্দৌলা। বিপিএলে ম্যাচ পরিচালনা করা প্রথম এলিট প্যানেল আম্পায়ার তিনি। বিশ্বের অন্যতম সেরা আম্পায়ার যখন দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় মঞ্চে থাকবেন, তখন স্বাভাবিকভাবেই ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশাও আরও বেড়ে যাবে।