বিশ্বচ্যাম্পিয়ন কার্লসেনকে হারিয়ে বাংলাদেশের ৯ বছরের মুগ্ধের চমক 

রায়হান রশিদ মুগ্ধ ও গ্র্যান্ডমাস্টার ম্যাগনাস কার্লসেন
রায়হান রশিদ মুগ্ধ ও গ্র্যান্ডমাস্টার ম্যাগনাস কার্লসেন  © সংগৃহীত

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন নরওয়ের গ্র্যান্ডমাস্টার ম্যাগনাস কার্লসেন। র‍্যাপিড দাবায়ও পাঁচবার জিতেছেন খেতাব। আর ব্লিটজের তো আটবারের চ্যাম্পিয়ন। তর্কসাপেক্ষে তাকেই সর্বকালের সেরা দাবাড়ু ভাবেন কেউ কেউ। সেই ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে চমক দেখিয়েছেন বাংলাদেশের ৯ বছর বয়সী দাবাড়ু রায়হান রশিদ মুগ্ধ।

শনিবার (১৮ জানুয়ারি) কার্লসেনের সঙ্গে অবিশ্বাস্য এই ম্যাচটি খেলেন রাজধানীর সাউথ পয়েন্ট স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র মুগ্ধ। ম্যাচটি খেলেন অনলাইন দাবার সবচেয়ে বড় প্লাটফর্ম চেস ডট কমে। 

চেস ডট কমে খেলতে হলে সাধারণত ওই নির্দিষ্ট দাবাড়ুকে নিজের প্রোফাইল থেকে টুর্নামেন্টে অংশ নিতে হয়। কিন্তু ৯ বছর বয়সী মুগ্ধর এখনো কোনো খেতাব পাওয়া হয়নি। চেস ডট কমে নিজের কোনো প্রোফাইলও নেই। তাই জাতীয় দলের আরেক দাবাড়ু ও তার কোচ নাঈম হকের প্রোফাইল থেকে খেলায় অংশ নেয় মুগ্ধ। আর সেখানেই পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন কার্লসেনকে হারিয়ে দিয়েছে সে।

আরও পড়ুন: সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

মুগ্ধ যে গেমটি খেলেছে, সেটার নাম বুলেট গেম। এটা খেলার নিয়ম হলো, এক মিনিটের মধ্যে ম্যাচটি দ্রুত শেষ করতে হবে। ফিদে মাস্টার, আন্তর্জাতিক মাস্টার, গ্র্যান্ড মাস্টারসহ খেতাব পাওয়া দাবাড়ুরা অনলাইনে এই টুর্নামেন্ট নিয়মিত খেলেন। তবে কার সঙ্গে কার খেলা পড়বে সেই পেয়ারিং আগে থেকে জানার উপায় থাকে না। সফটওয়ারের মাধ্যমে এক রাউন্ড পর এক রাউন্ড নির্ধারিত হয়, কে কার সঙ্গে খেলবে। সেভাবেই সৌভাগ্যক্রমে ম্যাগনাস কার্লসেনের মুখোমুখি হয় মুগ্ধ।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence