শাহীন আফ্রিদি এখন ঢাকায়

 শাহীন শাহ আফ্রিদি
শাহীন শাহ আফ্রিদি  © সংগৃহীত

ক্রিকেটমহলে এখন চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দামামা। দলগুলো ব্যস্ত শেষ মুহূর্তের প্রস্তুতিতে। এর মধ্যে বিপিএলে অংশ নিতে ঢাকায় এসেছেন পাকিস্তানের তারকা পেসার শাহীন শাহ আফ্রিদি। আজ শনিবার বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের প্রস্তুতিতে যোগ দেবেন তিনি।

শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে ঢাকায় আসেন শাহীন শাহ আফ্রিদি। তার ঢাকায় পৌঁছানোর খবরটি নিশ্চিত করেছে ফরচুন বরিশালের অফিসিয়াল ফেসবুক পেজ। 

এবারও বিপিএলে ভালো করতে চায় বরিশাল। ধরে রাখতে চায় শিরোপা। জাতীয় দলের বেশির ভাগ ক্রিকেটার এই দলে। পূবেরগাঁও ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে অনুশীলন করে বরিশাল। তবে আজ শাহীন আফ্রিদি অনুশীলন করবেন মিরপুর।

আফ্রিদিকে অবশ্য পুরো বিপিএলের জন্য পাচ্ছে না বরিশাল। তাকে ৩০ ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত খেলার অনুমতি দিয়েছে পিসিবি।

জানা গেছে, বিপিএলের শুরুর দিকের ৫ থেকে ৭টি ম্যাচ খেলবেন ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে থাকা পেসার শাহীন। যার অর্থ, বিপিএলে ঢাকা পর্বের পর সিলেট পর্বেও কিছু ম্যাচে দেখা যেতে পারে পাকিস্তানের এই স্পিডস্টারকে।

 


সর্বশেষ সংবাদ