চ্যাম্পিয়নস ট্রফিতে সাকিবের খেলা নিয়ে যা বললেন বিসিবির সভাপতি

সাকিব আল হাসান ও ফারুক আহমেদ
সাকিব আল হাসান ও ফারুক আহমেদ  © সংগৃহীত

এক দিনের ক্রিকেটে বাংলাদেশ সবশেষ দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে আফগানিস্তানের বিপক্ষে। তবে সেই সিরিজে খেলেননি সাকিব আল হাসান। এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে খেলবে লাল-সবুজের দল। তবে ক্যারিবীয়দের বিপক্ষে এ সিরিজে সাকিব থাকবেন না বলেই গুঞ্জন আছে। এমনকি আগামী বছরের শুরুতেই অনুষ্ঠিত হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে টাইগারদের সাবেক এই অধিনায়ক খেলবেন কি না, তা নিয়েও আছে অনিশ্চয়তা।

এদিকে আজ রবিবার (১ ডিসেম্বর) গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। সাকিব জাতীয় দলের হয়ে আর খেলবেন কি না, এমন প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি জানিয়েছেন, এখনো জাতীয় দলের রাডারে আছেন সাকিব।

বিসিবির সভাপতি বলেন, ‘সাকিব আল হাসানের বিষয়টা আমি খুব বেশি উত্তর দিতে পারি না। আপনি আমাকে বারবার প্রশ্ন করেন আমি বিব্রত না। আমি চাই সাকিব আল হাসান খেলুক, কিন্তু ওর যে ব্যাপারটা পুরোপুরি আসলে...ও যে কারণে দেশে আসতে পারছে না। এটার সাথে ক্রিকেট বোর্ড কোনোভাবেই সম্পৃক্ত না। এর উত্তর দেওয়া আমার পক্ষে সহজ না। আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী তারা যেখানে আছেন তাদের এই ব্যাপারটা মীমাংসা করতে হবে।’

আরও পড়ুন: ‘ডাক মারায়’ সবাইকে ছাড়িয়ে মুমিনুল

সাকিব এখনো জাতীয় দলে খেলার ক্ষমতা রাখে জানিয়ে বিসিবি সভাপতি আরও বলেন, ‘এখনো আমাদের লিস্টে আছে। আশা করি যে ও যেভাবে চাচ্ছে এটাকে যদি সমাধান হয়। এটা অবশ্যই আমি মনে করি সাকিব এখনো ক্ষমতা রাখে জাতীয় দলে খেলার।’

এদিকে জাতীয় দলের হয়ে না খেললেও সাকিব ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিতই খেলছেন। তবে সাকিব দেশের হয়ে খেলার জন্য মানসিকভাবে প্রস্তুত নয় জানিয়ে বিসবি সভাপতি বলেন, ‘একটা ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা আর দেশের হয়ে খেলা এক জিনিস নয়। আমার মনে হয় খুব একটা মানসিকভাবে প্রস্তুত নয় সাকিব, দেশের হয়ে খেলার জন্য।’


সর্বশেষ সংবাদ