১৯ বছরের আফগান স্পিনার নূরের চমক, ১০ কোটিতে কিনল চেন্নাই

২৫ নভেম্বর ২০২৪, ০৯:৫১ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
আফগানিস্তানের স্পিনার নূর আহমেদ

আফগানিস্তানের স্পিনার নূর আহমেদ © সংগৃহীত

সৌদি আরবের জেদ্দায় প্রথমবারের মতো আয়োজিত হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম। টুর্নামেন্টটির আঠারোতম আসরের মেগা নিলাম চলবে দুই দিন। রবিবার (২৪ নভেম্বর) প্রথম দিনে চমক দেখালেন আফগানিস্তানের স্পিনার নূর আহমেদ। বাঘা বাঘা স্পিনারদের ছাড়িয়ে গেলেন ১৯ বছরের চায়নাম্যান এই স্পিনার। নিলামে তাকে ১০ কোটি রুপিতে কিনেছে চেন্নাই সুপার কিংস।

নূর আহমেদ চেন্নাই সুপার কিংসের জার্সিতে প্রতিনিধিত্বকারী প্রথম আফগান ক্রিকেটার হতে চলেছেন। নূরকে পেতে মুম্বাই ও গুজরাটের সাথে চেন্নাইয়ের ভালোই লড়াই হয়েছে। মুম্বাই ইন্ডিয়ান্সই প্রথম প্যাডল তোলে নূরকে পাওয়ার জন্য।

বেস প্রাইস ছিল ২ কোটি রুপি। নূর আহমদকে চিপকে আনতে চেন্নাই বড় খরচ করে। শেষ পর্যন্ত নূর আহমেদের দাম উঠল ১০ কোটি। নিজেদের স্পিন আক্রমণ আরও শক্তিশালী করল সিএসকে। চেন্নাইয়ে রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজার সঙ্গী হলেন নূর। গেল তিন আসরে অবশ্য নূর আইপিএল খেলেন গুজরাট টাইটান্সের হয়ে। 

চেন্নাইয়ের পিচে অবশ্য ২০২৩ আইপিএলে চেন্নাইয়ের বিরুদ্ধে দাপট দেখান গুজরাটের হয়ে খেলা নূর। কোয়ালিফায়ার ম্যাচে ২৯ রান খরচায় দখলে নেন ১ উইকেট। এরপর ফাইনালে ৩ ওভার বল করে ১৭ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। 

নূর মেজর লিগ ক্রিকেটে সুপার কিংসের হয়ে খেলেন এবং সিপিএলে সেন্ট লুসিয়া কিংসের হয়ে ২০২৪ আসরে সর্বোচ্চ উইকেট শিকারী। ১২ ম্যাচ খেলা নূর ৬.১৯ ইকনোমিতে দখলে নেন মোট ২২ উইকেট। 

নূর আহমেদকে ছাড়াও প্রথম দিনের নিলাম থেকে চেন্নাই দলে ভিড়িয়েছে রাচিন রবীন্দ্র, ডেভন কনওয়ে, রবিচন্দ্রন অশ্বিন, খলিল আহমেদ, রাহুল ত্রিপাঠি ও বিজয় শঙ্করকে। 

নাভারন-ভোমরা রেলপথে পূরণ হতে যাচ্ছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দে…
  • ৩১ জানুয়ারি ২০২৬
প্রশাসনের নিরপেক্ষতা বিঘ্নিত হলে কঠোর ব্যবস্থা: ইসি সানাউল্…
  • ৩১ জানুয়ারি ২০২৬
সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ বেকারস, কর্মস্থল ঢাকা
  • ৩১ জানুয়ারি ২০২৬
নেত্রকোনায় ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার
  • ৩১ জানুয়ারি ২০২৬
৩ দলের টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা, থাকছে চমক
  • ৩১ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের হাতে বাংলাদেশের পতাকা তুলে দিল বগুড়া জেলা ছাত…
  • ৩১ জানুয়ারি ২০২৬