কপাল মন্দ ব্রাজিলের, ড্র দিয়ে বছর শেষ

ব্রাজিলের ফুটবল
ব্রাজিলের ফুটবল  © সংগৃহীত

ব্রাজিলের ফুটবল ইতিহাসের সোনালী অধ্যায় যেন ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছে। দীর্ঘদিনের শক্তি এবং সাফল্যের পর, এখন সেই দলটি নিজেদের জন্য নতুন পথ খুঁজে পাচ্ছে না। দলটিতে একাধিক পরিবর্তন হলেও, কোনো কিছুই যেন বদলে দিচ্ছে না তাদের গতির ধারা। কোচ দরিভাল জুনিয়রের উড়ন্ত শুরুটাও অনেকটা মাটিতে নেমেছে সময়ে সময়ে। চলতি বছরে তারা মহাদেশীয় প্রতিযোগিতায় উরুগুয়ের কাছে হেরে গেছে, এবার বছরের শেষ ম্যাচেও আবার উরুগুয়ের সঙ্গে হতাশাজনক ড্র করেছে সেলেসাওরা।

প্রথমার্ধে ব্রাজিলের আক্রমণ ছিল একেবারে অসংলগ্ন এবং অনির্ধারিত। যদিও একাধিক সুযোগ তৈরি হলেও, ফরোয়ার্ডরা তা কাজে লাগাতে পারেনি। কিন্তু, দ্বিতীয়ার্ধে হোঁচট খাওয়ার পরেও ব্রাজিল হাল ছাড়েনি। মাত্র ১০ মিনিটে তারা গোল হজম করলেও, কিছুক্ষণ পরই ফিরে আসতে সক্ষম হয়। দুই দারুণ গোলের পর মনে হচ্ছিল হয়তো এবার শেষ হাসি হাসবে ব্রাজিল। কিন্তু দুর্বল ফরোয়ার্ড লাইন আবারও হতাশার কারণ হয়ে দাঁড়ায়।

পুরো ৪৫ মিনিটে গোটা সাতেক শট। কিন্তু প্রতিপক্ষের গোলমুখে আছে কেবল এক শটই। সুযোগ এসেছিল বারবার। কিন্তু ব্রাজিলের ফরোয়ার্ডরা একের পর এক সুযোগই মিস করে গেলেন পুরোটা সময় জুড়ে। প্রতিপক্ষ উরুগুয়ের ডি-বক্সে একের পর এক বল রেখেছিলেন মিডফিল্ডাররা। সেটাকে কাজে লাগাতে পারেননি কেউই। রাফিনিয়া, ইগর হেসুস, ভিনিসিয়ুসরা মিস করেছেন একের পর এক সুযোগ। 

ডি-বক্সের বাইরে খুব একটা ভীতি ছড়ানো আক্রমণ ছিল না সেটি। ফেডে ভালভার্দে যখন বল পায়ে পেয়েছেন, তখনো ঠিক ভয় ধরানো অবস্থানে ছিল না উরুগুয়ে। কিন্তু রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডার দেখালেন তার পায়ের কারুকাজ। ডি-বক্সের বাইরে থেকে বাঁকানো এক শট। তাতে পরাস্ত পুরো ব্রাজিলের রক্ষণভাগ। দুই ডিফেন্ডার আর গোলরক্ষককে পরাস্ত করে ভালভার্দের শট আশ্রয় নেয় জালে। 

গোল শোধ করতে ব্রাজিল সময় নিয়েছে মোটে ৭ মিনিট। ব্রাজিলের মিডফিল্ডে কোচ দরিভালের বিশেষ আস্থার নাম গেরসন। তারই পা থেকে আসে গোল। রাফিনিয়ার ক্রসটা ঠিকঠাক ক্লিয়ার করতে পারেনি উরুগুয়ের রক্ষণ। বল চলে যায় ডি-বক্সের বাইরে অনেকটা ফাঁকায় থাকা গেরসনের সামনে। দুর্দান্ত এক ভলি কাছের পোস্টে। সেখান থেকেই ব্রাজিলের সমতায় ফেরা। 

৬৪তম মিনিটে এগিয়েও যেতে পারত ব্রাজিল। বদলি নামা গাব্রিয়েল মার্তিনেল্লির বুলেট গতির শট ভালোভাবেই গ্রিপ করেন উরুগুয়ে গোলরক্ষক সের্হিও রোশেত। চার মিনিট পর সফরকারীদের এগিয়ে নেওয়ার দারুণ সুযোগ পেয়েছিলেন রদ্রিগো আগিরে। কিন্তু বিপজ্জনক জায়গায় বল পেয়েও ঠিক মতো শট নিতে পারেননি তিনি।

যোগ করা সময়ের প্রথম মিনিটে সুযোগ হাতছাড়া করেন দানিলো। শট রাখতে পারেননি ব্রাজিল অধিনায়ক। ম্যাচের ফল তাই ১-১ ড্রতেই মেনে নিতে বাধ্য হয় দুই দল। 

নভেম্বর উইন্ডে ব্রাজিল টানা দুই ড্রয়ে পিছিয়ে নেমে গেছে পাঁচে। ১২ ম‍্যাচে পাঁচ জয় আর তিন ড্রয়ে পাঁচবারের বিশ্ব চ‍্যাম্পিয়নদের পয়েন্ট ১৮। পাঁচ জয়ের সঙ্গে পাঁচ ড্রয়ে ২০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে উরুগুয়ে। আর্জেন্টিনা যথারীতি থাকছে সবার ওপরে। বিশ্বচ্যাম্পিয়নদের সংগ্রহ ১২ ম্যাচে ২৫ পয়েন্ট।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence