প্রথমার্ধে গোলের সুযোগ কাজে লাগাতে ব্যর্থ ব্রাজিল

ব্রাজিল ও উরুগুয়ের ম্যাচ
ব্রাজিল ও উরুগুয়ের ম্যাচ  © টিডিসি সম্পাদিত

পুরো ৪৫ মিনিটে ব্রাজিল শট নিয়েছে সাতবার, তবে প্রতিপক্ষের গোলমুখে কেবল একটি শটই ছিল। একের পর এক সুযোগ তৈরি হলেও ব্রাজিলের ফরোয়ার্ডরা সেগুলো কাজে লাগাতে ব্যর্থ হন।

উরুগুয়ের ডি-বক্সে বল পাঠাতে ব্রাজিলের মিডফিল্ডাররা সফল হলেও রাফিনিয়া, ইগর হেসুস, ও ভিনিসিয়ুসরা সুযোগের পর সুযোগ মিস করেছেন।

অন্যদিকে, উরুগুয়ে তাদের রক্ষণে ব্যস্ত সময় কাটিয়েছে। একমাত্র উল্লেখযোগ্য আক্রমণ বলতে ফেদে ভালভার্দের একটি ফ্রি-কিক, যা প্রতিপক্ষের গোলপোস্টে কোনো চ্যালেঞ্জ তৈরি করতে পারেনি।

ফলে, লাতিন আমেরিকার দুই ফুটবল পরাশক্তির প্রথমার্ধের লড়াই শেষ হয়েছে গোলশূন্যভাবে।


সর্বশেষ সংবাদ