অধিনায়ক প্রসঙ্গে যা বললেন তাসকিন

০২ নভেম্বর ২০২৪, ০৭:২৮ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:০৮ PM
তাসকিন আহমেদ

তাসকিন আহমেদ © সংগৃহীত

অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অধিনায়কের দায়িত্ব ছাড়ার গুঞ্জনের পরই কৌতূহল তৈরি হয় কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তী অধিনায়ক। অধিনায়কের তালিকায় এরই মধ্যে টেস্ট ও ওয়ানডে মেহেদী হাসান মিরাজের নাম আর টি-টোয়েন্টির অধিনায়ক হিসেবে আলোচনায় তাসকিন আহমেদের নাম। শনিবার (২ নভেম্বর) দুবাইর বিমান ধরার আগে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন তাসকিন।

নেতৃত্ব নিয়ে প্রশ্নের সঙ্গে সঙ্গে পাল্টা প্রশ্নে তাসকিনের উত্তর, বোর্ড যদি দেয় তাহলে কেন নয়? ডানহাতি এই পেসার বলেন, ‘এগুলো পুরোটাই বোর্ডের সিদ্ধান্ত। বোর্ড যদি চায় তবে কেন নয়? কিন্তু এটা ভাই বোর্ডের সিদ্ধান্ত।’

তাসকিনের আশা আফগানিস্তানের বিপক্ষে ভালো করবে বাংলাদেশ, ‘এই সিরিজে ভালো কিছু হবে। ভালো কিছু হলে আমাদের খারাপ সময় পেছনে চলে যাবে।’ শারজার উইকেট সাধারণত স্পিন-সহায়ক উইকেট হয়ে থাকে। উইকেটের চ্যালেঞ্জ নিয়ে তাসকিন বললেন, ‘সাদা বলে ভালো উইকেটে খেলা হয়। এই চ্যালেঞ্জ নিতে হবে।’ তিনি আরও যোগ করলেন, ‘সিরিজ চ্যালেঞ্জিং হবে। আমরা জিতব ইনশা আল্লাহ।’

প্রসঙ্গত, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট ফারুক আহমেদও তার নাম উচ্চারণ করেছেন সম্ভাব্য হিসেবে। চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট চলাকালীন ফারুক সংবাদ মাধ্যমে বলেন, ‘অবশ্য মিরাজ একজন আছে, কেন সেটা জানেন। সে তিন ফরম্যাটে খেলছে। দুইটা ফরম্যাট তো কনফার্ম খেলে। সে অনূর্ধ্ব-১৯ দলেরও অধিনায়ক ছিল। ঘরোয়া ক্রিকেটেও সে নেতৃত্ব দেয়। তারপর আরও অপশনের কথা যদি বলেন তাহলে তাসকিন আছে।’

গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন মসজিদ নিয়ে বিতর্ক, যা …
  • ৩১ জানুয়ারি ২০২৬
বিএনপি প্রার্থীর টাকার খাম! মিডিয়া সেলের অস্বীকার, মুফতি উস…
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘ভোটাধিকার হরণ ঠেকাতে কাফনের কাপড় প্রস্তুত রেখেই নির্বাচনে …
  • ৩১ জানুয়ারি ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি ড্রাগ ইন্টারন্যাশনালে, আবেদন শেষ ১৫ ফে…
  • ৩১ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের উপহার পাওয়া অন্ধ গফুরের বাড়িতে হামলা ও লুটপাট
  • ৩১ জানুয়ারি ২০২৬
চাঁদাবাজির রাজনীতি নয়, ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়তে চাই…
  • ৩১ জানুয়ারি ২০২৬