অধিনায়ক হতে প্রস্তুত তাইজুল, তার সম্ভাবনা কতটুকু?

তাইজুল ইসলাম
তাইজুল ইসলাম  © সংগহীত

টাইগারদের টেস্ট স্কোয়াডে নিয়মিত সদস্য তাইজুল ইসলাম। সাকিব আল হাসানের পর এখন তিনিই টেস্টে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেটের মালিক, অনেক ম্যাচেই বল হাতে উজ্জ্বল তার পারফরম্যান্স। সাকিব পরবর্তী অধ্যায়ে তাইজুলকে নিয়ে ক্রিকেটপাড়ায় শুরু হয়ে গেছে নানা আলোচনা। বিভিন্ন সূত্র বলছে,  টেস্ট স্কোয়াডে অধিনায়ক হওয়ার তালিকায় আছে তার নামও।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলতি সিরিজেরই পর বাংলাদেশ দলের অধিনায়ক থাকতে চান না নাজমুল হোসেন শান্ত, বিসিবির ঊর্ধ্বতন পর্যায়ে তিনি তার এমন চিন্তার কথা জানিয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। শেষ পর্যন্ত শান্ত আর অধিনায়ক থাকতে না চাইলে নতুন দলনেতা খুঁজতে হবে বাংলাদেশকে। এ অবস্থায় সোমবার (২৮ অক্টোবর) প্রোটিয়াদের বিপক্ষে শেষ টেস্টের আগে সংবাদ সম্মেলনে আসেন অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলাম। তাকে তাকে জিজ্ঞেস করা হয়েছিল, অধিনায়কত্ব নিতে প্রস্তুত কি না? জবাবে তাইজুল বলেন, ‘যেহেতু ১০ বছর ধরে খেলেছি, অধিনায়কত্ব নিতে পুরোটাই তৈরি।’

সিনিয়র ক্রিকেটার হিসেবে দলে অবদান রাখা নিয়ে এই টাইগার স্পিনার বলেন, ‘যদি ব্যক্তিগতভাবে বলেন, ইম্প্লিমেন্ট করতে পারি। কিন্তু আমার যে অভিজ্ঞতা হয়েছে, আপনি কতটুকু নিচ্ছেন সেটা গুরুত্বপূর্ণ। সেটা সতীর্থ হিসেবে হোক আর সেটা আমার দেশের জনগণ হোক।’

তাইজুল আরও বলেন, ‘আমার কাছে মনে হয় অনেক ক্ষেত্রে মাঠে যখন বিভিন্ন পরিস্থিতি আসে, আমি যখন বল করি বা একটা স্পিনার যখন বল করে অনেক সময় ফিল্ড পজিশন বলেন বা একটা ব্যাটারকে কীভাবে সেট আপ করবো এই হেল্পগুলো আমি কখন কখনও করে থাকি। অধিনায়ক আমাকে জিজ্ঞেস করে। এই সুযোগগুলো আসে, আমি চেষ্টা করি।’

২০১৪ সালে সাদা পোশাকে বাংলাদেশ দলে আসা তাইজুল ইসলাম গেল এক দশকে খেলেছেন মোট ৪৮ টেস্ট। ক্যারিয়ারে মোট ১৩ বার ফাইফারের স্বাদ পাওয়া তাইজুলের মোট উইকেট সংখ্যা ২০৪।  

অবশ্য, টেস্টে অধিনায়ক হওয়ার তালিকায় এগিয়ে আছেন মেহেদী হাসান মিরাজ। ব্যাটে-বলে দলকে সাপোর্ট দিতে দলে আপাত তার বিকল্প নেই। এ অবস্থায় মিরাজ নাকি তাইজুল অধিনায়ক হবেন, এ প্রশ্নের উত্তর দ্রুতই পাওয়া যাবে। 


সর্বশেষ সংবাদ