বিপিএলে সবচেয়ে বেশি টাকা ঢালছে কোন দল?

বিপিএলে অংশ নেয়া সাতটি দল
বিপিএলে অংশ নেয়া সাতটি দল  © সংগৃহীত

এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অংশ নিচ্ছে ৭টি দল, এদের মধ্যে সবচেয়ে বেশি টাকা ঢালছে কোন দল? এ প্রশ্ন উঠতে পারে। জানা গেছে, সবচেয়ে বেশি টাকা খরচ করছে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। অন্যান্য দল কেমন খরচ করছে, তা জানতে আগ্রহী অনেকেই।

সোমবার (১৪ অক্টোবর) জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে আসন্ন বিপিএলের বিপিএলের দশম আসরের প্লেয়ার ড্রাফট। ড্রাফট শেষে দলগত খরচের হিসাব কষছে অনেকেই।

প্লেয়ার বেশি অর্থ খরচ করেছে টুর্নামেন্টটির বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত, রিশাদ হোসেনদের সাথে বিদেশিদের মধ্যে পাথুম নিশাঙ্কা, জেমস ফুলারদের দলে টেনেছে ফ্র্যাঞ্চাইজিটি। যতদূর জানা গেছে, সবমিলিয়ে প্রায় ৫ কোটি ৪৮ লাখ টাকা খরচ করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

এবারের প্লেয়ার্স ড্রাফটে দেশি খেলোয়াড়দের ছয়টি ক্যাটাগরি ও বিদেশি খেলোয়াড়দের জন্য ছিল পাঁচটি ক্যাটাগরি। দেশি ক্রিকেটারদের ক্ষেত্রে সর্বোচ্চ ৪ কোটি টাকা ও বিদেশিদের দলে টানতে ৩ কোটি টাকার সীমা বেঁধে দেওয়া হয়েছিল। ড্রাফট থেকে নিজেদের পছন্দ অনুযায়ী খেলোয়াড় দলে টেনেছে দলগুলো।

আরও পড়ুন: ড্রাফট শেষে যেমন হলো বিপিএলের দলগুলোর স্কোয়াড

এবারের প্লেয়ার্স ড্রাফটে এ, বি, সি, ডি, ই এবং এফ এই ছয়টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে ক্রিকেটারদের। ড্রাফটের সর্বোচ্চ পারিশ্রমিক ৬০ লাখ এবং সর্বনিম্ন ১০ লাখ।  ‘এ’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররাই পাবেন সর্বোচ্চ পারিশ্রমিক। 

সিলেট স্ট্রাইকার্সও টাকা খরচে এগিয়ে ছিল। সাবেক অধিনায়ক মাশরাফি, রনি তালুকদারদের সাথে বিদেশি খেলোয়াড় ক্যাটাগরিতে রিস টপলি, রাহকিম কর্নওয়ালদের দলে টেনেছে ফ্র্যাঞ্চাইজিটি। তাদের গুণতে হয়েছে প্রায় ৩ কোটি ২৬ লাখ টাকা। খরচের দিক থেকে এরপরে রয়েছে খুলনা টাইগার্স। নাঈম শেখ, লুইস গ্রেগরি, ইমরুল কায়েসদের দলে টানতে ফ্র্যাঞ্চাইজিটি খরচ করেছে প্রায় ৩ কোটি ২৪ লাখ টাকা।

দীর্ঘ ৯ বছর পর আবারও বিপিএলে ফিরেছে চিটাগং কিংস। টুর্নামেন্টটির প্রথম দুই মৌসুমে অংশ নেওয়া দলটি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে আর্থিক সমঝোতা করে এবার বিপিএলে ফিরছে বলে জানা গেছে। দীর্ঘ বিরতি কাটিয়ে ফিরে ভালো দল গড়ারই চেষ্টা ছিল তাদের। ড্রাফট থেকে দেশি বিদেশি খেলোয়াড় টানতে দলটি খরচ করেছে প্রায় ২ কোটি ৭৬ লাখ টাকা। 

উত্তরবঙ্গের ফ্র্যাঞ্চাইজি নবাগত দুর্বার রাজশাহী তরুণদের প্রাধান্য দিয়েছে। জিসান আলম, আকবর আলীদের নিয়ে দল গড়তে রাজশাহী খরচ করেছে প্রায় ২ কোটি ৬১ লাখ টাকা। আরেক নবাগত দল ঢাকা ক্যাপিটালস ড্রাফট থেকে দলে নিয়েছে লিটন দাস, হাবিবুর রহমান সোহান, সাইম আইয়ুবদের। তাদের খরচ হয়েছে প্রায় ২ কোটি ৬০ লাখ টাকা।

বিগ বাজেটের রংপুর রাইডার্স এবার সবচেয়ে কম খরচে দল গঠন করেছে। তাদের খরচ হয়েছে প্রায় ২ কোটি ১২ লাখ টাকা। 


সর্বশেষ সংবাদ